মৃত পিয়াস করিমের শক্তি দেখে বিস্মিত হচ্ছি...

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৭ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:৩৪ রাত



মৃত পিয়াস করিমের শক্তি দেখে বিস্মিত হচ্ছি.....।

আসলে কি এটি মরদেহের শক্তি না কি জীবদশায় সাহসিকতার সহিত সত্য প্রকাশের শক্তি??

যুগ যুগ ধরে সত্যের শক্তি অপরিবর্তিত , সত্যকে ধারণ করা লোকদের সম্মান ও অপরিবর্তিত। এটি স্পষ্ট থাকা সত্বেও অন্ধকারের কীটরা সত্যকে স্বাগত জানাতে না পেরে মিথ্যার বেসাতি করে বেড়ায় বেশ্যার মত।

সত্য সমাগত , মিথ্যা অপসৃত সত্যের জয় অবশ্যম্ভাবী।''

আসুন সত্য প্রকাশে সাহসী হয়ে নিজেকে শক্তিশালী করি......

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275506
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৭
নিরবে লিখেছেন : সত্যিই বিস্মিত .........
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
219510
সত্য নির্বাক কেন লিখেছেন : বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও ইসলামপন্থী রাজনীতির বিশাল একটি অংশ পিয়াস করিমকে ভালবাসলেন কেন? তারা তাঁর আদর্শ ও নীতিনিষ্ঠার জন্যই জন্যই তাঁকে ভালবেসেছেন। সে কারনেই বায়তুল মোকাররমে তাঁর জানাজায় তারা বিপুল ভাবে অংশ গ্রহণ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি গরিব ও মজলুম মানুষের খেদমত করেছেন বলে জানাজায় দাঁড়িয়ে তাঁর পক্ষে সাক্ষী হয়েছেন এবং তাঁকে জান্নাতবাসী করবার জন্য আল্লার কাছে দুই হাত তুলে মোনাজাত করেছেন। এর মধ্য দিয়ে এই দেশের ধর্মপ্রাণ মানুষের সহনশীলতা, ঔদার্য ও মহানুভবতা যেমন প্রতিষ্ঠিত হোল একই সঙ্গে ইসলামপন্থী গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হোল। মজলুমের বন্ধু ও ইনসাফ কায়েমের সৈনিক মাত্রই ইসলামের সহযাত্রী এই সত্য বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ প্রমাণ করে দিল। আমি বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণকে অভিনন্দন জানাই।- মাজহার
275570
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৮
আল মাসুদ লিখেছেন : সত্য সমাগত , মিত্যা অপসৃত সত্যের জয় অবশ্যাম্ভাবী।''
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
219509
সত্য নির্বাক কেন লিখেছেন : লালসালু পড়লে ধর্মীয় ভন্ডামীর এক মুখোশ উন্মোচিত হয়.......
আর লাল পর্দা দেখলে স্যাকুলার ভন্ডামীর আরেক খোলস খসে পড়ে.........
সব ভণ্ডই এক কেউ গড়ে মাঝার আর কেউ ধারন করে শহীদ মিনার........
উভয়ে ব্যাবসা আর ভন্ডামীর জায়গা যে খানে নারীরা / মানুষেরা চিরকাল অপমানিত হয়। ধ্বংস হোক উভয়ে..........
275571
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৭
ফেরারী মন লিখেছেন : সত্যের জয় সবসময়। এটা যারা বিশ্বাস করে না তাদের মস্তিস্ককে আল্লাহ ভোঁতা করে দিয়েছেন। পিয়াস করিম বেঁচে থাকবেন অন্ততকাল আমাদের মাঝে।
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
219508
সত্য নির্বাক কেন লিখেছেন : সকল সত্যবাদী অন্তরে জাগরূক থাকুক নিরন্তর...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File