প্রদেশের বেশে দেশ উল্লাসে ভাসছে....

লিখেছেন লিখেছেন কূটনী ২৮ মে, ২০১৫, ০৫:৫৭:৩৩ বিকাল

সব দিকে আলোচনা মন্ত্রী আসছে

প্রদেশের বেশে দেশ উল্লাসে ভাসছে।

কেন্দ্রিয়মন্ত্রী - তাই এত উচ্ছাস

স্বাধীনতা আজ বুঝি শুধু এক ইতিহাস!

সরকার ও বিরোধীরা সব আজ একদল

কেন্দ্রিয় মন্ত্রীর আছে যেন কত বল!

মন্ত্রীর মন পেতে দিতে পারে তারা সব

কে দেবে কত তারে, তাই নিয়ে কলরব!

মন্ত্রীকে কাছে টানে কেউ হাত বাড়িয়ে

কেউ তাকে কাছে পেয়ে নেয় বুকে জড়িয়ে

বলে দাদা সাথে থেক, দেব সব পুষিয়ে!

একবার দেখ মোরে ক্ষমতাতে বসিয়ে!

দাদাদের আদেশে এই দেশ চলছে

সিমান্তে স্বাধীনতা কাটা তারে ঝুলছে।

স্বাধীন না পরাধীন জটলা টা লাগছে

উত্তর খুজে পেতে মাথা শুধু ঘুরছে!

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323079
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সকলের মনের কথাই বলেছেন। ভালো লাগল, ধন্যবাদ।
323086
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২১
শেখের পোলা লিখেছেন : স্বাধীনতা নামের অশ্বডিম্ব খানি ইন্দীরা দিদি বাঙ্গালীকে ভালবাসার নিদর্শণ রূপে দিয়েছেন আর বাংলার মানুষ প্রাণভরে চক্ষুমুদিয়া চাঁটিয়া চলেছে৷তাদেরই প্রতিনীধি আসবেন৷ প্রতিদানতো দিতেই হবে৷
323105
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
আবু জান্নাত লিখেছেন : ক্ষমতায় যাওয়া ও ক্ষমতা কুক্ষিগত করে রাখাই হচ্ছে এদের মেইন টার্গেট। দেশের মান সম্মান, আত্মমর্যাদা যাক আর থাক তাতে কি!
বাংলার ভবিস্যৎ ইতিহাসে এরা মীর জাফর হিসেবেই আবির্ভাব হবে, এতে কোন সন্দেহ নেই। ক্ষমতার কি দূর্লালুচ, ক্ষমতা মদের থেকেও বড় নেশা।
323130
২৮ মে ২০১৫ রাত ১০:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সকলের মনের কথাই বলেছেন। ভালো লাগল, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File