অর্থসহ কোরআন না পড়ে এবং তা মানার চেষ্টা না করলে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব?

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩১:৫৮ দুপুর

আমার কলিগদের সাথে কাজের ফাঁকে মাঝে মধ্যে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা হয়। এক কলিগ আমাকে বলে তুমি কি আরবি বলতে পার বা বুঝ? আমি বল্লাম পড়তে পারি। সে বল্লো তাহলে তোমাদের কোরআন পড়ে লাভ কি? কারণ তুমিতো বুঝনা!! পরে বল্লাম আমি অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করি এবং তা মানার চেষ্টা করি।

সো আমরা যারা এখনো কোরআন অর্থসহ বুঝে ও মানার চেষ্টা না করি তবে কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব?

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175027
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
ইমরান ভাই লিখেছেন : সুন্দর কথা বলেছেন,
"পরে বল্লাম আমি অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করি এবং তা মানার চেষ্টা করি।"

এই লিংকে কোরআনের একটি সংক্ষিপ্ত তাফসির সহ অনুবাদ (বেশিরভাগ হাদিস গুলো বুখারী মুসলিম থেকে নেয়া)পাওয়া যাবে। এন্ড্রয়েডে কপি করে পড়ার জন্য খুবই সুন্দর ।

সবার সাথে শেয়ার করতে পারেন।

জাজাকাল্লাহুখায়রান।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১৯
128551
মিজবাহ লিখেছেন : ইনশাল্লাহ ভাই। জাজাকুম আল্লাহ খাইরান।
175040
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : কুরআন বুঝে শুনে মেনে চলা উচিত।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
128552
মিজবাহ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই। সহমত
175049
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
হতভাগা লিখেছেন : ক্বুরআন বুঝে পড়লে পড়ার আগ্রহ হাজারগুনে বেড়ে যায় । চেষ্টা করি সেভাবে করার - আল'হামদুলিল্লাহ ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
128553
মিজবাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাই তওফিক দান করুন।আমিন।
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
128554
মিজবাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন।আমিন।
175091
০৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
আমি মুসাফির লিখেছেন :
১২১.) যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে। তারা তার ওপর সাচ্চা দিলে ঈমান আনে। আর যারা তার সাথে কুফরীর নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত।

৮২.) তারা কি কুরআন সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? যদি এটি আল্লাহ‌ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেতো।


২৪.) তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে?

অর্থাৎ হয় এসব লোক কুরআন মজীদ সম্পর্কে চিন্তা-ভাবনা ও গবেষণা করে না। কিংবা চিন্তা-ভাবনা করার চেষ্টা করে কিন্তু তার শিক্ষা এবং অর্থ ও তাৎপর্য তাদের মনের গভীরে প্রবেশ করে না। কেননা, তাদের হৃদয়-মনে তালা লাগানো আছে। বলা হয়েছে, “মনের ওপরে তাদের তালা লাগানো আছে” একথাটির অর্থ হচ্ছে, তাদের মনে এমন তালা লাগানো আছে যা ন্যায় ও সত্যকে চিনে না এমন লোকেদের জন্যই নির্দিষ্ট।
175303
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২২
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান আমাদের সাথে আরো শেয়ার করার জন্য।

196252
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : মুসলমানরা যদি দুনিয়া ও আখেরাতে শান্তি চান, তাহলে তাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে।
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
146449
মিজবাহ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই।

জাজাকুম আল্লাহ খাইরান।
247143
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৪
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File