প্রশ্নোত্তর পর্ব " দৈনন্দিন জীবনে ইসলাম"। পর্ব:০১। by: Dr. Abul Kalam Azad.

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০০:৪১ সন্ধ্যা

প্রশ্নত্তোরে: জনাব, ড. আবুল কালাম আজাদ

NTV-UK,STV, Peach Bangla TV,Channel 9 ও Iqra Bangla এর সম্মানিত আলোচক।

লিন্ক: https://www.youtube.com/watch?v=ATlJ6LeTG1A&feature=youtu.be

যে সব প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে:

১. - নিকটতম ব্যক্তি যেমন,বাবা-মা, নানা-নানী,দাদা-দাদী ইত্যাদি ইন্তেকাল করলে তাঁদের জন্য কিভাবে দোয়া করতে হবে?

-আমরা অনেকে ছোট কাল থেকে সালাতুল তসবিহ নামাজ পড়ি এবং বলা হয়ে থাকে এই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। শুনলাম সৌদিআরবে এই নামাজ পড়েনা আসলে সত্যি কোনটি?

- কেউ বলেন তাহাজ্জুত নামাজ ১২ রাকােতের পর ৩ রাকাত বিতর পড়তে হয়ে আবার কেউ বলেন ৮ রাকাতের পর ৩ রাকাত বিতর পড়তে হয়। আমাদের মোহাম্মদ (স) কিভাবে পড়তেন?

২. ছবি অংকন ইসলামে নিষিদ্ধ কিনা?

৩ . - আমরা জানি ৭.৫০তোলা স্বর্ণ ও ৫২.৫০ তোলা রোপার পরিমান অর্থ থাকলে আমাদের জাকাত দিতে হবে আমি এক স্কলার বলেছেন যে, যেহেতু ডায়মন্ড বা হিরার কথা উল্লেখ নেই তাই আমরা স্বর্ণ বিক্রি করে দিয়ে বেশী বেশী হিরক কিনে নিতে পারি ফলে আর জাকাত দেওয়া লাগবে না।

- জাকাত কি সবসময় রমাদানেই দিতে হবে?

৪. যুগে যুগে আমাদের প্রিয় নবীজি(স) এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে এখন প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে আমাদের কি রকম রিয়েক্ট বা প্রতিক্রিয়া করা দরকার।

৫. অনেক ধার্মিক পরিবারে উনাদের সন্তানেরা বিভিন্ন টিভি চ্যানেল উপভোগ করে যদিও ধার্মিক পিতা-মাতা এ থেকে দূরে থাকেন এবং উনারা বলেন যে, বাস্তবতার কারনে উনাদের এরকম দ্বৈত নীতি অবলম্বন করতে হচ্ছে। এক্ষেত্রে আপনার পরামর্শ পেলে আমাদের জন্য খুবই ভাল হয়।

৬. এক স্কলারের আলোচনায় শুনেছি যে, পুরুষ মানুষ দাঁড়ি না রাখা অর্থ উনি হারাম কাজ করছেন অথচ আমরা জানি দাঁড়ি রাখা সু্ন্নত। আমরা যারা ইউরোপে আছি তাদের দাড়ি রাখলে অনেক সমস্যা হয়। আপনি একটু বুঝিয়ে বলবেন।

৭.‘কুরআনে আছেঃ “নিশ্চয়ই, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যে জাতি নিজে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না” (সূরা রওদ, আয়াত-১১)। এই আয়াতের ব্যাখ্যাটি একটু বলবেন?

আয়োজনে: লাইট অফ কোরআন,ডেনমার্ক।

--

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302824
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ২. ছবি অংকন ইসলামে নিষিদ্ধ কিনা?

নিজের ছবিটা বেশ স্বযত্নে ঝুলিয়ে রেখেছেন। ধর্মের গোয়াল ঘর থেকে বেড় হয়ে আপনারা মানুষ হবেন কবে?
302825
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ৪. যুগে যুগে আমাদের প্রিয় নবীজি(স) এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে এখন প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে আমাদের কি রকম রিয়েক্ট বা প্রতিক্রিয়া করা দরকার।

রিয়েকশন দুই রকমের-

১। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেয়া কল্লা কেটে দেয়া।

২। কিন্তু মুসলিম যেখানে সংখ্যালঘিষ্ট যেখানে নবী অনুভুতি একটু ভোতা। ধোনপোন করে বিষয়টি এড়িয়া যাওয়া।
302827
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : যুগে যুগে আমাদের প্রিয় নবীজি(স) এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে এখন প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে আমাদের কি রকম রিয়েক্ট বা প্রতিক্রিয়া করা দরকার।

রিয়েকশন দুই রকমের-
১। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কল্লা কেটে দেয়া।

২। কিন্তু মুসলিম যেখানে সংখ্যালঘিষ্ট যেখানে নবী অনুভুতি একটু ভোতা। ধোনপোন করে বিষয়টি এড়িয়া যাওয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File