পুলিশকে জনগনের শত্রু বানাল সরকার

লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ০১ এপ্রিল, ২০১৩, ০৪:৫১:৫৬ বিকাল



পুলিশ সম্পর্কে আগে বলা হতো "পুলিশ জনগনের বন্ধু।" কিন্তু এখন আর সে কথা খাটে না। পুলিশ এখন বন্ধুর বদলে শত্রুতে পরিণত হয়েছে। জনগন এখন পুলিশকে বন্ধু ভাবে না শত্রু ভাবে। তবে এ ভাবার পেছনে অবশ্যই কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধীদলের আন্দোলনকে দমন করার জন্য পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশও সরকারের আজ্ঞাবহ দাস হিসেবে সরকারের হুকুম বাস্তবায়নের জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপরের মহলকে খুশি করার জন্য সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাতে একটুও দ্বিধা করেনি এই পুলিশ বাহিনী। ফলে জনমনে আজ পুলিশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। তাইতো এখন পুলিশকে জনগণ শত্রু ভেবে সুযোগ ফেলেই একত্রিত হয়ে হামলা করছে। এরই ফলাফল হিসেবে আজকে ভিডিও ফুটেজে যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অত্যাচারীদের প্রতি মানুষের ক্ষোভ এভাবেই প্রকাশ পায়। তবে এ অবস্থার জন্য অবশ্যই সরকার দায়ী। আমরা চাই পুলিশ বাহিনী সরকারের রক্ষক না হয়ে জনগণের সেবক ও রক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করুক। তবেই জনমনে পুলিশের ব্যাপারে ইতিবাচক ধারণা জন্মাবে।

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File