কেবল ইসলামই পারে দেশ তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে

লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ১০ এপ্রিল, ২০১৩, ০৭:৩৪:২০ সন্ধ্যা

ইসলাম একটি শান্তির ধর্ম। মহান আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান। যে লোক ইসলামী অনুশাসন নিজের জীবনে বাস্তবায়ন করে তার দ্বারা কোন খারাপ কাজ হতে পারে না। যে নারী ইসলামের রীতিনীতি মেনে চলে সে নারী কখনো নির্যাতনের শিকার হয় না। ইসলামের অনুশাসন মেনে চললে নারী তার সঠিক মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে। ইসলামই নারীকে দিয়েছে পূর্ণ মর্যাদা। যে লোক আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে তার পক্ষে কখোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। সে কখনো নারীদের ব্যপারে খারাপ মন্তব্য করে না। কখনো দুর্নীতির আশ্রয় নেয় না। ইসলামের প্রকৃত অনুসারী কর্মক্ষেত্রে নিজের কর্মকে অবহেলা করে না। দায়িত্বে অবহেলা করে না, অন্যকে ঠকানোর চিন্তা করে না, ওজনে কম দেয় না, সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে না। তাই ইসলামের অনুশাসন জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে সম্ভব একটি শান্তিপূর্ণ সমাজ, দেশ তথা রাষ্ট্র গঠন সম্ভব। সম্ভব একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা। দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে যতই আইন পাস করা হোক না কেন সমাজ থেকে কখনো দুর্নীতি দূর হবে না। কেবল ইসলামের প্রচার ও প্রসারের মাধ্যমে এবং সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে ইসলামের অনুশাসন বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব দুর্নীতিমুক্ত একটি বিশ্ব গঠন করা। আসুন! ইসলামের বিধি-বিধানকে নিজের জীবন, সমাজ তথা রাষ্ট্রীয় কার্যে ব্যবহার করি। একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন করি।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File