অন্যচোখে : হরতাল যখন প্রাণ বাঁচায়

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৮ মার্চ, ২০১৩, ০৯:১৩:০৫ সকাল



বৃহস্পতিবারের ১৮ দলের হরতালে সংঘাত-সংঘর্ষ, ভাংচুর, গুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য দেখেছেন দেশবাসী । টিভি সংবাদ, ফেসবুক আর ইউটিউবে হরতালের ভয়াবহ চিত্র দেখে মর্মাহত হয়েছেন অনেকেই। তবে একটি দৃশ্য ছিলো রীতিমতো আঁতকে উঠার মতো।

বিএনপির মিছিল থেকে কজন মহিলা নেতা-কর্মীকে পাকড়াও করে টেনে-হেছড়ে ধরে নিয়ে যাচ্ছিলো পুলিশ। এসময় চলন্ত গাড়িতে শুরু হয় প্রচন্ড ঠেলা-ধাক্কা। ফলে হঠাৎ গাড়ি থেকে ছিটকে পড়েন এক বিএনপি নেত্রী ও এক মহিলা পুলিশ। গুরুতর আহত হলেও দ্রুত রাস্তার উপরে উঠে বসেন বিএনপি নেত্রী। সাহায্যে এগিয়ে আসেন আরো একজন সহযোদ্ধা । এসময় একই দিক থেকে ছুটে আসে যাত্রীবাহী একটি রিক্সা। মানুষ চালিত বাহন হওয়ায় রিক্সাটি গতিরোধ করেন ড্রাইভার।

কিন্তু তখন রিক্সার পরিবর্তে যদি ছুটে আসতো একটি বাস কিংবা ট্রাক তাহলে দৃশ্যটি কেমন হতো? নিশ্চয় মর্মন্তুদ? বিএনপি নেত্রী ও মহিলা পুলিশকে ততক্ষণে একাধিক গাড়িবহর পিষে ফেলতো। ভ্যাগিস, হরতাল চলায় রাস্তায় গাড়ি ছিলোনা। ফলে দুজনেরই প্রাণ বাঁচালো হরতাল। তাহলে কি হরতাল শুধু মানুষ মারেনা, প্রাণও বাঁচায়?

বিষয়: রাজনীতি

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File