অনলাইনে আয় করুন ফরেক্স ট্রেডিং করে......

লিখেছেন লিখেছেন নাটক ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:১০:৫০ রাত

অনলাইনে আয়-এর নাম শুনলে অনেকেই নাক সিটকান যে, অনলাইনে আয়ের সবই ভুয়া। এর পিছনে কারণও আছে। বিভিন্ন সাইটের কথা বলা হত যে, ক্লিক দিলেই ডলার দিবে ইত্যাদি। যদি শুধু ক্লিক দিলেই ডলার আসত তাহলে, মানুষের আর কষ্ট করে চাকুরী করে মাথার ঘাম পায়ে ফেলতে হত না। শুধু একটা কম্পিউটার নিয়ে সারাদিন হাজারখানিক ক্লিক দিলেই কয়েকশত ডলার হয়ে যেত।

যাহোক, আমি সেটা বলব না। আমার এখানে আলোচনার বিষয় হল- ফরেক্সের মাধ্যমে কিভাবে উপার্জন সম্ভব সেটা নিয়ে সামান্য ধারণা দেয়া।

আসলে ফরেক্স হল- বিদেশী মুদ্রার ক্রয়বিক্রয়। বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোও ফরেক্স বিজনেস করে থাকে। এটা তাদের আয়ের অনেক বড় একটা সোর্স। বড় বড় ব্যাংকের কর্তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন।

আসুন, ফরেক্স সম্বন্ধে কিছু ধারণা নেই।

ফরেক্স কি?

ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।

অন্যকথায়- Forex হল Foreign Exchange এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আরেকটি দেশের মুদ্রা ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে আপনার লাভ। এই বাজারটি এত বড় যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দেনিক ট্রেড হয়। যার দৈনিক টার্ন-অভার এর পরিমান প্রায় ৩.৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এরও বেশি। বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও একধরনের আউটসোরসিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো এবং সুশিক্ষার মাধ্যমে। না জেনে না বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আশা করি এতক্ষণে কিছুটা আন্দাজ পেয়ে গেছেন যে প্রপার এডুকেশন ছাড়া আপনি এই মার্কেটে নিতান্তই একজন দর্শক। তাই প্লেয়ার মানে ট্রেডার যদি হতে চান তাহলে আগে ভালোভাবে শিখে নিন ।

কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?

বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।

হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।

ফরেক্স ট্রেড করার সুবিধাঃ

- আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।

- মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।

- ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।

- ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।

- স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।

- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।

- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।

- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।

- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।

- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।

আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।

মনে রাখবেন,

When stock market is going down and down, in forex, one currency is always up!

ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?

আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট।

আমি কিভাবে ডলার অথবা অন্যান্য মুদ্রা ক্রয়-বিক্রয় করব?

ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।

তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন।

আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে পারবেন। কি ট্রেড করা হয়?

Money

সহজ উত্তর কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।

আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।

যখন আমরা জাপানিজ ইয়েন কিনি (buy), আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell) করে দেব, আশা করি আমরা লাভ করব।

সাধারণে, একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির আদান প্রদান হার সেই দেশটির অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন।

সাইন আপ করুন এই লিংকথেকে।

ডকুমেন্ট আপলোডের অপশন আসলে সেটা আপলোড না করেই প্রথমে সাইন আপ কমপ্লিট করুন। এরপর পরবর্তীতে ডকুমেন্টস দিতে পারবেন।

সাইন আপ/ রেজিষ্ট্রেশনের নিয়মাবলীঃ

১। প্রথমেই নিচের লিঙ্কে গুতা দিন।

http://bit.ly/1nUw9X2

২। ইমেইল, নামের প্রথমাংশ, শেষাংশ, দেশ, মোবাইল/ টেলিফোন নং প্রবেশ করতে হবে। সর্বশেষ একটি বক্সের পাশের কোডটি বক্সে লিখতে হবে।

৩। next step এ ক্লিক দিন।

৪। জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ, ঠিকানা, যে শহরের ঠিকানা দিয়েছেন সেই শহর, এবং পোষ্ট কোডটি লিখুন।

আপনার কাংখিত পোষ্ট অফিসের কোড এখানে পাবেন---

http://www.bangladeshpost.gov.bd/postcode.asp

৫। Employment Details এ একটা সিলেক্ট করে পরের অপশনে আপনার টাকার সোর্স কি তা সিলেক্ট করুন।

৬। Financial Details এ আপনার বার্ষিক আয় উল্লেখ করুন। পরের অপশনে সম্পত্তির মূল্যমান উল্লেখ করবেন।

৭। Trading Experience--- এ কিছু না লিখলেও সমস্যা নেই।

৮। Investment Knowledge অপশনের দুটিতে yes/ no একটাতে ক্লিক দিয়ে টিক চিহ্ন দিন।

৯। Trading Account Setting এ

১- যেটা আছে ওটাই থাকবে।

২- নিকনেম দিন

৩- USD সিলেক্ট করুন। (এখানে যেটা সিলেক্ট করবেন শুধুমাত্র ওটাই ডিপোজিট করতে পারবেন। অন্য কোন কারেন্সি ডিপোজিট করতে পারবেন না। যদি আপনি এখানে পাউন্ড সিলেক্ট করেন তাহলে ডলার ডিপোজিট করতে পারবেন না। পাউন্ডই ডিপোজিট করতে হবে।),

৪- লিভারেজ ১:৩০০ সিলেক্ট করুন।

১০। Client Portal এর জন্য ইউজারনেম হিসেবে একটি ইমেইল এবং নিচে পাসওয়ার্ড দিবেন। আপনার ডিপোজিট/উইথড্রো এর জন্য সর্বদা

লিঙ্কেগিয়ে ওই ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।

১১। next step এ ক্লিক দিন।

১২। Document Upload এ আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ছবি সংবলিত পেজটি উভয় পেজ আপলোড করে দিন। (আপাতত কাছে না থাকলে এটা এড়িয়ে গিয়ে সাইন আপ কমপ্লিট করে পরে সময় ও সুযোগমত এগুলো আপলোড করতে পারেন।)

১৩। Proof of address document এ আপনার ব্যাংক স্টেটমেন্ট (ব্যাংকের সিল ও সাইন থাকতে হবে) অথবা আপনার নামে বিলের কোন কপি আপলোড করবেন।(আপাততঃ কাছে না থাকলে পরে দেবেন)

১৪। Updates and Special Promotions- কিছু না লিখলেও চলবে।

১৫। Declaration এর নিচের বক্সের ক্লিক দিয়ে টিক চিহ্ন দিন।

১৬। next step এ ক্লিক দিন।

ব্যস,এবার আপনার একাউন্ট হয়ে গেছে। একাউন্ট হয়ে গেলে congratulations!!! আসবে।আপনার ট্রেডিং ইউজারনেম আর পাসওয়ার্ড ইমেইলে চলে আসবে। ভেরিফিকেশনের পর ব্রোকার কর্তৃপক্ষ আপনার একাউন্ট একটিভেট করে দিলে সেই ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে ট্রেডিং শুরু করুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো পড়ুন। http://www.techtunes.com.bd/chain-tunes/forex-all-in-one

http://bdpips.com/

http://www.techtunes.com.bd/chain-tunes/forex-beginner-to-professional-trading

http://www.bdforexnews.com/?v=page&id1=9

http://bdforexclub.com/

http://www.bdforexpro.com/forexcampus/

http://www.techtunes.com.bd/freelancing/tune-id/186074

https://www.amarblog.com/index.php?q=mhafizjoy/posts/166487

বিষয়: বিবিধ

৯৭২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269647
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৩
বুড়া মিয়া লিখেছেন : অনেক ভালো লাগলো এ বিষয়ের উপর লেখা পেয়ে।

আমার মনে হয় এইটা শেয়ার মার্কেটের চাইতেও বড় গ্যাম্বলিং এর জায়গা; এবং রষ্ট্রীয়ভাবেই করা হয় প্রকাশ্যেই। শেয়ার মার্কেটে শেয়ার ফ্লোট করা একটু কঠিন, কিন্তু এখানে মন চাইলেই মনে হয় করা যায়, মেইন প্লেয়ার এখানে ব্যাংকগুলোই আর খেলা চালায় একেক দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো, তবে সব দেশের চান্স নাই ইচ্ছামতো ম্যানিপুলেট করার। এর সাথে রিলেটেড কারেন্সী-ফিউচার/অপশনও মনে হয় একইভাবে গ্যাম্বলিং আইটেম। আর বাই-সেল/বিড-আস্ক সব মার্কেটেই একই প্রসেসে, হোক সেটা কারেন্সী বা ফিউচার/অপশন বা শেয়ার/বন্ড।

কারেন্সী ভ্যালু দেশের ইকোনোমিক কন্ডিশনকে রিফ্লেক্ট করার কথা না মনে হয়, এটা একেক দেশের সরকারের এবং পাবলিকের বিভিন্ন ইকোনোমিক ও নন-ইকোনোমিক এ্যাক্টিভিটির কারণে একেক-রকম হয়। যেমন অনেক ক্ষেত্রেই কারেন্সী-কন্টেন্ট বাড়ানোর পরেও ইনফ্লেশন এক্সপোর্ট করে বা লোকালী রেখে, সেই সাথে মার্কেট ব্যারিয়ার দিয়ে নিজের কাঙ্খিত ভ্যালু ধরে রাখা যায়, আর সাথে সাথে অন্য দেশকে ধরা খাইয়ে দেয়া যায় এবং অনেক দেশ মনে হয় এর সবই করেছেও এবং এখনও করছে। এছাড়াও সামান্য কিছু দেশের কারেন্সীকে ফ্রীলি ইউজেবল করার কারণে, কিছু দেশের পেগড রেইট থাকার কারণে আর কিছুর ফ্লোটিং থাকার কারণে মনে হয় এখানে ইচ্ছামতো ক্রস-কারেন্সী-বেনিফিট নেয়ার অপশনও নাই; কিছু দেশ দ্বারা ফুললী-রেগুলেটেড-মার্কেটই মনে হয় এটা।

বাংলাদেশ ব্যাংকের পার্মিশন ছাড়াই কি এটা করা যায়? এরা পিছে লেগে যায় না?

এ নিয়ে আরও গভীরে, আপনার লেখা চাই।
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪২
213622
নাটক লিখেছেন : এ বিষয়ে আপনি আর বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়া থেকে। দেখুন ---

http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_market
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
213818
বুড়া মিয়া লিখেছেন : এগুলোতে ভাইয়া অনেক বইয়েও পড়েছিলাম, কিন্তু আসলে কারেন্সী ভ্যালু এভাবে হয় না! ট্রেড-ডেফিসিট এর কারনে ভ্যালু চেইঞ্জ হয় নি – তার উদাহরন ইউয়ান-ইউ.এস.ডলার পেয়ার। ইনফ্লেশন এক্সপোর্টের কারণে নিজেদের ভ্যালু কমেনি, তার বড় উদাহরন ইউরো বা ইউ.এস.ডলার; এরকম অনেক উদাহরণ বাস্তব।
269681
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৭
সঠিক ইসলাম লিখেছেন : বাংলাদেশ ব্যাংকের পার্মিশন ছাড়াই এটা করা যায়।

অনেক দেশের ইসলামিক রিসার্চ সেন্টারই কিছু শর্ত সাপেক্ষ্যে এটাকে হালাল বলে ফতোয়া দিয়েছেন।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৬
213680
নাটক লিখেছেন : ধন্যবাদ ভাই!!
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
213812
বুড়া মিয়া লিখেছেন : আমার জানামতে, এইক্সচেইঞ্জ মার্কেটে গ্যাঞ্জাম এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক এর একটা আইন-ই আছে এবং যে কেউ এটা করতে পারবে বলে বিধান আছে সেখানে। এটা অনেকেই এভাবে করে বিধায়, সর্বশেষ এগুলো যখন দেখতাম – জেনেছিলাম বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিলো এগুলো থেকে বিরত রাখার জন্য এবং হুমকী দিয়েছিলো – কেউ এগুলো করলে তার বিরুদ্ধে এ্যাকশন নেয়া হবে।

এর পরে কি বাংলাদেশ ব্যাংক কোন সার্কুলার দিয়েছে এই মর্মে যে – এটা যে কেউ করতে পারবে?
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
213814
বুড়া মিয়া লিখেছেন : আগের প্রতিমন্তব্যে একটু ভুল হয়েছে, একটা জায়গায় ‘না’ ব্যবহার জনিত

আমার জানামতে, এইক্সচেইঞ্জ মার্কেটে গ্যাঞ্জাম এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক এর একটা আইন-ই আছে এবং যে কেউ এটা করতে পারবে না বলে বিধান আছে সেখানে। এটা অনেকেই এভাবে করে বিধায়, সর্বশেষ এগুলো যখন দেখতাম – জেনেছিলাম বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিলো সেসব মানুষকে এগুলো থেকে বিরত রাখার জন্য এবং হুমকী দিয়েছিলো – কেউ এগুলো করলে তার বিরুদ্ধে এ্যাকশন নেয়া হবে।

এর পরে কি বাংলাদেশ ব্যাংক কোন সার্কুলার দিয়েছে এই মর্মে যে – এটা যে কেউ করতে পারবে?
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪২
214005
সঠিক ইসলাম লিখেছেন : বুড়া মিয়া ভাই,

সার্কুলারটা আসলে ফরেক্স এর বিরুদ্ধে দেয়া হয় নাই, সার্কুলরে দুটি বিষয়ের নিষেধাজ্ঞা ছিল। ১. কেউ ফরেক্স এর নামে কোন কোচিং সেন্টার দিতে পারবেনা, ২. কেউ অনলাইন ব্যাংক এর টাকা কোন লোকাল ব্যাংক এ না উঠিয়ে হেন্ড টু হেন্ড কেনা বেচা করতে পারবেনা। যতদিন পর্যন্ত ব্রকার এর আইপি বিটিসিএল অফ না করবে ততদিন তো কেউ ই এটা করতে আটকাতে পারবেনা, আর ব্রকার আছে হাজার হাজার কয়টা ব্রকারের আইপি আটকাবে বিটিসিএল !
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৪
214032
বুড়া মিয়া লিখেছেন : আমি এই সার্কুলার এর কথা বলেছিলাম, ২০১২ সালের মনে হয়;




এটায় কি অনলাইন ট্রেডিং নিষিদ্ধ করা হয়েছে?
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১০
214178
সঠিক ইসলাম লিখেছেন : না ভাই, এখানে শুধুমাত্র প্রশিক্ষণ কোর্স আর ডলার কেনা বেচাকে নিষিদ্ধ করা হয়েছে, ফরেক্সকে নয়।
269690
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৭
চেয়ারম্যান লিখেছেন : টাকা দরকার। কর্তে হপে
অনেক দিন পরে ভায়াকে দেক্লাম Love Struck
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৭
213681
নাটক লিখেছেন : ভাই,ব্লগে তেমন আসা হয় না। কেমুন আছেন? ভালা আছেন নি?
269818
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
সুজা মানুস লিখেছেন : ভাল তথ্যের জন্য অনেক ধন্যবাদ।বাংলাদেশের অনেক ছে-মেয়ে বেকার এরকম তথ্য দিলে সবাই উপক্রিত হব।

২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
213907
নাটক লিখেছেন : এ সম্বন্ধে ভালো করে আইডিয়া নিয়ে কাজ করতে পারলে সফলতা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
270194
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
ফেরারী মন লিখেছেন : চলতে গেলে অর্থ লাগে। আর অর্থ পেতে গেলে কাজের সন্ধান লাগে। আপনি সেই কাজটা করেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File