নিকৃষ্ট ভাইদের শাস্তিঃ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২১ নভেম্বর, ২০১৩, ০২:৫৯:৩৩ দুপুর



নিকৃষ্ট ভাই হচ্ছে তারাই যারা বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে, তাদেরকে তাদের উত্তরাধিকার সম্পত্তির হক্ক থেকে বঞ্চিত করে।

অনেক মূর্খ লোক এরা নাকি আবার নামাযও পড়ে! বোনেরা তাদের ভাগ চাইলে মনে করে, তাদের সম্পত্তি বোনেরা এসে দাবী করছে।

বিষয়টা এমন তারা মনে করে বাবার সম্পত্তি শুধুমাত্রই ছেলেরাই পাবে, মেয়েদের কোনো ভাগ নেই। এইগুলোতো হিন্দুয়ানি আকীদা – সম্পূর্ণ কুরান বিরোধী চিন্তা ভাবনা।

এছাড়া অনেক ভাই সম্পদ দেয়, কিন্তু অনেক কম – ন্যায্য যা পাওয়ার কথা তা দেয়না। ভালোগুলো নিজেরা রেখে কম মূল্যেরগুলো বোনদেরকে দেয় – বিভিন্ন যুক্তি দেখিয়ে।

আবার অনেক বোনেরাও মনে করে, বাবার সম্পত্তি ভাইদের কাছে চাওয়া ঠিকনা – এতে করে সম্পর্ক খারাপ হবে। অথবা ভবিষ্যতে বাবার বাড়ি আসলে আদর আপ্যায়টুকু থাকবেনা।

নিজের হক্ক ছেড়ে দিয়ে যেই আদর ধরে রাখতে হয়, এ আবার কেমন সম্পর্ক?

যাই হোক, যারা বোনদের বোনদের সম্পত্তি আত্মসাত করেন – তাদের উচিত আল্লাহকে ভয় করা।

এক বিঘত (অর্ধ হাত) জমি কারো কাছ থেক অন্যায়ভাবে আত্মসাৎ করলে তার যে শাস্তির কথা বলা হয়েছে! একটু চিন্তা করে দেখুন – যারা বোনের বা অন্য কারো এক শতাংশ জমি মেরে দেয় তাদের কি শাস্তি হবে?

আল্লাহু মুস্তাআন।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File