কেউ কি জানেন লংমার্চের জন্য অফিসিয়ালি কোন কার্য সুচি দেয়া হয়েছে কিনা।
লিখেছেন লিখেছেন জেড ইসলাম ০২ এপ্রিল, ২০১৩, ০৫:১৮:৩২ বিকাল
কেউ কি বলতে পারেন যে 'হেফাজতে ইসলাম'-এর ঘোষিত ৬ই এপ্রিলের লংমার্চ বাস্তবায়নের জন্য কমিটির পক্ষ থেকে অফিসিয়ালি কোন কার্যসুচি দেয়া হয়েছে কিনা।
যেমন: লংমার্চ কোন এলাকা থেকে কোন সময়ে শুরু হবে, কোথায় মিলিত হবে, বিভিন্ন করনীয় ইত্যাদি। ফেইসবুকে বাঁশেরকেল্লার পেজে কিছু কার্যসুচি দেখলাম, বুঝতে পারলাম না এসব কার্যসুচি কারা কারা নির্ধারন করে দিয়েছেন। হেফাজতে ইসলামের কোন রেফারেন্স ছিল না।
হেফাজতে ইসলাম-এর অফিসিয়াল কোন ধরনের মিডিয়ার ব্যবস্থা দেখলাম না কোথাও; যেখান থেকে সবাই দিকনির্দেশনা পাবে। এটা তো খুব জরুরী একটা বিষয়। তাদের সাথে যোগাযোগের কোন ব্যবস্থাও দেখছি না।
জানার জন্য অপেক্ষায় আছি।
কারও জানা থাকলে বলুন এবং সবাইকে জানিয়ে দিন।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন