এটার নাম কি চেতনা ?

লিখেছেন লিখেছেন তিতুমীর সাফকাত ০২ জানুয়ারি, ২০১৪, ০৮:১১:১৩ রাত

কথাটি বলতে চেয়েছিলাম অনেক আগেই। কিন্তু লজ্জা আর অপরাধবোধের কারণে বলতে পারিনি!!

পরে বিষয়টি আস্তে আস্তে ভুলেও যায়।

কিন্তু আজ আবার মনে পড়ে গেল একটা ছোট বোনের জন্য রক্তের প্রয়োজনে এক ভাইয়ের আকুতি দেখে।

যায় হোক মূল ঘটনায় আসি।

কিছুদিন আগে এক ভাইয়ের জন্য রক্ত চেয়ে পোস্ট দিয়েছিলাম নিজের ওয়ালে।শুনেছিলাম সে ভাইটি নাকি মোটর রিকশায় ছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি সিটি বাস সজোরে এসে ধাক্কা দিলে সে ভাইটির মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।উদ্ধারকর্মি এক ভাই এসে ঘটনাটি আমাদের জানালে আমি তাড়াতাড়ি উদ্ধারকর্মী ভাইটির ফোন নাম্বারসহ, রক্ত চেয়ে একটি পোস্ট দিয়।

সে পোস্টটি আবার শেয়ার হয়েছিল জনপ্রিয় "বাঁশের কেল্লা"পেজ এ।

আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে জঘন্য ও দুঃখজনক ব্যাপারও ঘটে গেল সাথে!!

বাঁশের কেল্লা পেজ এ ঐ পোস্টটিতে গুটিকয়েক নষ্টের দল এসে বলতে লাগলো "খুব ভাল হয়েছে, রাজাকার, জঙ্গিদের এমনই পরিণতি হওয়া

উচিত!!" "আমার এ গ্রুপের রক্ত আছে কিন্তু কোন ছাগুকে আমি রক্ত দেব না!! " এইরকম বিভিন্ন ধরনের থার্ডক্লাস কথাবার্তা!!

ব্যাপারটা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে তাও মনকে বোঝানো যেত। কিন্তু আফসোস সে নষ্টের দলেরা ঐ উদ্ধাকর্মি ভাইয়ের ফোন নাম্বারে কল করে যা তা বলে গালাগালি করতে লাগল!!

"কিরে গুলি ছাগুটার কোন জায়গায় লাগসে?! এখনো মরেনাই?! " এই টাইপ জঘন্য কথাবার্তা!!

ঐ ভাই শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করতে বাধ্য হলো!!

পরের দিন আমি গিয়ে শুনলাম এসব ঘটনা। উপকার করতে গিয়ে একজনের অপকারই করে বসলাম এই ভেবে মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলাম।

সবচেয়ে খারাপ নিউজটাও শুনলাম যে

"আসলে এক্সিডেন্ট হওয়া ঐ মানুষটি একটা বোন ছিল!! তাদের পরিবারে এই বোনটি আর তার মাই ছিল বেঁচে থাকা সদস্য! বোনটির বাবা, ভাই/বোনও নাকি এক্সিডেন্টে মারা গিয়েছিল!

আফসোস শেষ পর্যন্ত বোনটিও আর বাঁচল না। তিনিও মারা গেলেন!!

খুব ইচ্ছে হয়েছিল বোনটির মাকে গিয়ে একবার দেখে আসি। কিন্তু অনুশোচনাবোধে আক্রান্ত হয়ে আর পারিনি।

দ্বীর্ঘশ্বাস ফেলে বোনটির জন্য প্রার্থনা করলাম আল্লাহ যেন তাকে জান্নাত দেন। আর নষ্ট চেতনাধারীদের জন্য আল্লাহর কাছে হেদায়াত প্রার্থনা ছাড়া আর কিছু ছিলনা। কারণ তাদের ধ্বংস কিংবা মৃত্যু কামনা করে তাদের মত পশু হওয়ার মানেই হয় না।

সেসব ভন্ড চেতনাধারীদের জন্য এই এডিটেড লাইনটি ..

"২০ কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছ চেতনাবাজ করে,মানুষ করনি"

ফেসবুক থেকে পাওয়া ( কারটেসিঃ Masrur Anwar Chowdhury )

বিষয়: বিবিধ

৩০৩৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158401
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনিতো লেখার শুরুতেই ভুল করেছেন, লেখার শুরুতেই যদি জয় বাংলা বলে শুরু করতেন তাহলে এতো সমস্যা হতো না, আপনি জানেন না, যারা সব কিছুর আগে জয় বাংলা দিয়ে শুরু করে না তারা সবাই রাজাকার।
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
113119
তিতুমীর সাফকাত লিখেছেন : আসলেই জয় বাংলা না বললেই রাজাকার ।
158408
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
হতভাগা লিখেছেন : শুনে খারাপ লাগলো ।

কলম দাদুকে নিয়ে সামুর কাহিনী জেনে নিয়েন । এর চেয়েও বেশী নোংরামীতে পড়েছিলেন দাদু ।
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
113120
তিতুমীর সাফকাত লিখেছেন : দাদু কি মরেগেছিলু নাকি ?
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
113123
হতভাগা লিখেছেন : মরে গেলে তো বেঁচেই যেত । কিছু কিছু বেঁচে থাকা মৃত্যুর চেয়েও ভয়ংকর ।
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৭
113207
তিতুমীর সাফকাত লিখেছেন : কি হৈছিলু ?
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৭
113249
হতভাগা লিখেছেন : বেচারীকে সাহায্য করার নাম করে তার নামে টাকা তুলে কিছু ব্লগার মেরে দিয়েছিল । শুধু তাই নয় তার সেল নং নেটে ছেড়ে দিয়েছিল কলগার্লের নং বলে ।
158458
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:১২
ধ্রুব নীল লিখেছেন : Thinking Thinking
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৭
113208
তিতুমীর সাফকাত লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
160924
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১০
ধ্রুব নীল লিখেছেন : হৃদয় বিদারক। আমরা মানবতাহিন মানুষ কিনা
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
117177
তিতুমীর সাফকাত লিখেছেন : Straight Face Straight Face

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File