দাতের যত্ন নিন, আরামে থাকুন সারা দিন

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৮ জানুয়ারি, ২০১৪, ০১:৪৫:১৫ দুপুর



দাঁত আমাদের অমূল্য সম্পদ। তাই দাঁত সুস্হ-সবল রাখতে আমাদের নিয়মিত খাদ্য ও দাঁত পরিচর্যার নিয়ম মেনে চলা উচিত। সুস্থ সবল দেহের জন্য দাঁত ও মাড়ি তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান্ত প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নিরোগ জীবন আশা করা যায় না।

মুখ ও দাঁতের যত্নে করণীয়:—

০ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপরের দাঁত ওপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে ওপরের দিকে এবং দাঁতের ভেতর দিকেও মাজবেন।

০ ফ্লুরাইড দেয় যে কোনো টুথপেস্ট দাঁতের জন্য উপকারী। দু-তিন মাস অন্তর টুথপেস্ট ও ব্রান্ড বদলাবেন, কারণ বিভিন্ন পেস্টে বিভিন্ন ধরনের উপাদান থাকে।

০ যেসব জায়গা ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেসব জায়গায় ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন।

০ কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, মাটি, ইত্যাদি ব্যবহার করবেন না।

০ অত্যধিক পান-সুপারি খাবেন না- এতে দাঁত ক্ষয় হয়ে যায়।

০ বিড়ি-সিগারেট খাবেন না- এতে মুখ ও দাঁতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

০ বিশেষ বিশেষ খাদ্য যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, টফি লজেন্স, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর উত্তমরূপে দাঁত পরিষ্কার করবেন।

০ ঘুমানোর আগে এবং খাবারের মাঝে কখনো বিস্কুট, কেক, টফি লজেন্স খাবেন না, আর খেলেও ভালো করে দাঁত পরিষ্কার করে ফেলবেন।

০ হাঁ করে ঘুমানোর অভ্যাস হলে তা পরিহার করবেন, কারণ হাঁ করে ঘুমানোর ফলে মুখে ও দাঁতের রোগ বেড়ে যায়।

০ আঁশালো ও শক্ত খাদ্য যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, আখ, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাঢ়ি সুস্থ থাকতে সাহায্য করে। উপরন্ত- চোয়ালের স্বাভাবিক গঠনে সহায়তা করে।

০ লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। ভিটামিন সি দাঁতের ও মাড়ির জন্য উপকারী।

মা ও শিশুদের জন্য :—

¤ মায়ের দুধ শিশুদের শরীর ও দাঁতের আদর্শ খাদ্য। যেসব মা শিশুদেরকে ফিডার দিয়ে দুধপান করান, তারা একই নিপল দীর্ঘদিন ব্যবহার করবেন না। ঘুমের মধ্যে শিশুদেরকে কোনোক্রমেই ফিডার দেবেন না; দিলে দাঁতের মারাত্মক ক্ষতি হবে। দেড় থেকে দুই বছরের শিশুদেরকে ফিডার ছাড়িয়ে পেয়ালায় দুধপান করার অভ্যাস করান।

¤ সময়মতো আপনার ছেলে-মেয়েদের দুধের দাঁত ফেলে দেবেন। নচেত স্থায়ী দাঁত বাঁকা-ত্যাড়া হওয়ার আশঙ্কা থাকে।

¤ শিশু-কিশোর-কিশোরী যদি কোনো কারণে আঙুল চোষার অভ্যস্থ হয় সে ক্ষেত্রে ওই অভ্যাস রোধ করতে হবে। অপরাগতায় ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। নতুবা দাঁত আঁকা-বাঁকা, উঁচু নিচু ও অসামঞ্জস্যপূর্ণহবে। এ ছাড়া মুখের ও চোয়ালের স্বাভাবিক গঠন ব্যাহত ও বেমানান হতে পারে এবং মুখশ্রীর গঠন ব্যাহত হতে পারে।

¤ গর্ভকালীন মায়েরা টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিকখাবেন না। কারণ এটি শিশুর দাঁতের মারাত্মক ক্ষতি করে। শিশু জন্মানোর পরেও শিশুকে ওই জাতীয় অ্যান্টিবায়োটিক ১২ বছর পর্যন্ত দেবেন না। কারণ এতে স্থায়ী দাঁতের ক্ষতি হবে।

প্রতিরোধ:—

দাঁত নষ্ট হয় শুধু আমাদের বদ অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কার করার কারণে। তবে এ কথা সত্য যে, সবারই রোগ প্রতিরোধ করার ক্ষমতা সমান থাকে না। যারা নিয়মিত দাঁতের যত্ন করেন ও দাঁত নিয়মিত পরীক্ষা করান তারাই ভাগ্যবান। বছরে অন্তত: দু’বার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে চিকিৎসা (ফিলিং) করিয়ে দীর্ঘদিন দাঁতটি বাঁচানো সম্ভব। তেমনি মাঢ়ির রোগ (দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া) ও প্রাথমিক অবস্থায় ধরা পড়লে স্কেলিং করালে দাঁত নড়ে না বা ফেলে দিতে হয় না। যাদের দাঁত ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে তাদের মনে রাখা উচিত দেহের কোনো অংশের যত্ন নেয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। অস্বাভাবিক দাঁতকে যে ভাবেই হোক চিকিৎসা করিয়ে টিকিয়ে রাখাই শ্রেয়।

আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দন-চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক গুণে বেড়ে গেছে। তাই একটি মূল্যবান দাঁতকে ফেলে দেয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।

আমীন

সংগৃহীত

বিষয়: বিবিধ

২৫৪১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168905
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
বিন হারুন লিখেছেন : কথাগুলো খুবই গুরুত্ববহ Rose Rose Rose
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
122734
প্রিন্সিপাল লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
168907
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
লোকমান লিখেছেন : বহুত উপকারী পোস্ট।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
122735
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
168994
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
122862
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
169032
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : দাত নিয়ে বড় সমস্যায় আছি।
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
122863
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন। আমীন
169051
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ
দাঁত না থাকলে মজাদার খাবার খাব কি করে?
তাই নিয়মিত যত্ন নিই দাঁতের।
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
122864
প্রিন্সিপাল লিখেছেন : সুস্থ দাত নিয়ে সুস্থ থেকে মজাদার খাবার গ্রহণ করুন এ কামনায় করি।
169057
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
আবু আশফাক লিখেছেন : সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
122865
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
169060
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগ্লো Good Luck Happy
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
122866
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
169176
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
একটু হাসুন তো দেখি... Angel
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
123023
প্রিন্সিপাল লিখেছেন : এই দেখেন, সামনের সবগুলি দাত বের করে হাসলাম।
169209
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:২১
সবুজেরসিড়ি লিখেছেন : ভাল পোষ্ট উপকারী ধন্যবাদ . . .
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
123024
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
১০
169211
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৪
123025
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধনবাদ।
১১
169253
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৫
শেখের পোলা লিখেছেন : বোঝাগেল আপনি দাঁতের স্কুলের স্যার৷ যাইহোক আপনাকে এতথ্য সরবরাহের জন্য ধন্যবাদ৷
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
123177
প্রিন্সিপাল লিখেছেন : আমাদের সমাজটি এমন একটি সমাজ, যেখানে সকল মানুষই প্রায় সকল বিদ্যায় পারদর্শী।
ধরুন: গ্রামের খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু অনেক বিষয়ে পারদর্শী। আর এটাই স্বাভাবিক।
১২
169630
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৬
সায়েম খান লিখেছেন : ডেন্টিস্ট হয়ে গেলেন নাকি ভাই?
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
123442
প্রিন্সিপাল লিখেছেন : ভাই, আমরা সবাই কিন্তু সর্ব বিষয়ে কিছু কিছু করে জানি। আর তা সবার উপকারার্থে প্রচার করাটা সমাজের সেবা বলে মনে করি।
ধন্যবাদ আপনাকে।
১৩
169655
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
বুড়া মিয়া লিখেছেন : উপকারী পোষ্ট
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
123443
প্রিন্সিপাল লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৪
170056
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৫
অজানা পথিক লিখেছেন : ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
123938
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৫
170678
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : উপকারী পোষ্ট শেয়ার করার অনেক ধন্যবাদ স্যার Good Luck Good Luck Rose Rose
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
124801
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৬
170854
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৫
সালাহ লিখেছেন : দারুন লিখেছেন বন্ধু
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
124802
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
১৭
171501
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
আমি মুসাফির লিখেছেন : উপকারী টিপস এর জন্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
125288
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File