তারুণ্যের প্রতি আহবান

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৩:৩৫ সন্ধ্যা

কার টাকাতে পার্টি জমাও

ভাই নয় ত বাপের

কার পয়সায় চলো তুমি

বড়লোকি ধাপের।

হাতের মোবাইল দামি ঘড়ি

পাল্টাও দু'মাস যেতেই

পকেট খরচের টাকাটা নাও

ঘরে দু'হাত পেতেই।

অকর্মন্য,অলস হয়ে

টই টই করে ঘুরো

জিজ্ঞাসিলে জবাবটা দাও

স্কুল,কলেজে পড়।

কী সে পড়,কী যে কর

পাড়ার লোকে জানে

সকাল সন্ধ্যা আড্ডা মারো

আড্ডা থানে থানে।

এমনি করে জীবন তোমার

ক'দিন যাবে ভাই

সময় থাকতে তারুণ্যতে

জীবন নাও সাজাই।

বিষয়: সাহিত্য

৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File