@@@ চুপ @@@

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ আগস্ট, ২০১৬, ০৫:৫৯:০৬ বিকাল

চুপ,একদম চুপ

নইলে যে অন্ধকারে থাকতে হবে

শহরের নিয়ন বাতিগুলো আর জ্বলবে না

ঘরে ঘরে হ্যারিকেন আর কুপি নিয়ে ছোটাছুটি

খোকার পড়ার টেবিলে মোমবাতির ক্ষীণ আলো

সুর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়ার আগেই

দোকানিরা ঘরে ফিরবে

গলায় মাছের কাটা বিঁধে মরবে মানুষ, মরোকনা

ছেলেগুলোর বড্ড অভাব বড়লোক হবে

খনি থেকে বের হবে চুর,বাড়বে চুরি,বাড়ুকনা

খুনোখুনি আর কতই বাড়বে,বাড়ুক

ঘর পাহারার দায়িত্বত নিই নি

কালোর পুজারী আমি আলোকে বড় ভয়

অন্ধকারকে ভালবাসি অন্ধকারেই মন রয়

বাঘ ভল্লুক দিয়ে কি হবে?

মানুষের মাঝে শের নাই,

বনের শের দিয়ে কি হবে?

মানুষের মাঝে সুন্দর মন নেই

কি হবে সুন্দরবন দিয়ে

চুপ,একদম চুপ

নইলে হতে পারো গুম।

বিষয়: বিবিধ

৮৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376967
৩০ আগস্ট ২০১৬ রাত ০৮:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিতেই সব অন্ধকার!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File