[*][*][*] গাঁয়ের সকাল [*][*][*]

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ মে, ২০১৬, ০৭:১০:২২ সকাল



রাত পোহালো প্রভাত এল, আঁধার গেল উড়ে,

পুব আকাশে সুর্য এল লাল চাদরে মুড়ে৷

কাক-পাখিরা নীড় ছেড়েছে নিত্য দিনের মত,

গরুর পালে যায় হাঁকিয়ে রাখাল ছেলে যত৷

লাঙ্গল কাঁধে গরুর পিছে চলছে চাষী মাঠে,

পারাপারের যাত্রীরা সব জমছে খেয়া ঘাটে৷

মেঠো পথে উড়ছে ধূলা, ক্ষুরের আঘাত পেয়ে,

গাঁয়ের বধু ফিরছে ঘরে, নদীর জলে নেয়ে৷

জল আনতে কিষাণ বালা চলছে নদীর ঘাটে,

পাঠশালাতে বাচ্চারা সব মন দিয়েছে পাঠে৷

শাক-সবজী বোঝাই করে বাদাম দিয়ে নায়,

পাইকারেরা উজান বেয়ে শহর পানে যায়৷

নদীর জলে জাল খাটিয়ে মাছ ধরতে জেলে,

পানসী নায়ে ভোঁদড় বেঁধে এদিক ওদিক চলে৷

গাঁয়ের সকাল গ্রীষ্মকালে এমন করেই আসে,

এমন সকাল হয়না কভু আষাঢ় শ্রাবণ মাসে৷

বিষয়: সাহিত্য

১০৭৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368369
০৮ মে ২০১৬ সকাল ০৭:৫৭
চেতনাবিলাস লিখেছেন : হয় গো জানি অন্য মাসেও এমন সকাল ঢের ,
এদেশে যে ভাই ষড়ঋতুর হাজারো রূপের |
সত্যিই অপূর্ব লিখেছেন | ধন্যবাদ |
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
305778
শেখের পোলা লিখেছেন : সকাল হয় তবে গরু মাঠে যায়না, পথে ধূলা ওড়েনা, এই যা। ধন্যবাদ।
368372
০৮ মে ২০১৬ সকাল ১০:১৯
দ্য স্লেভ লিখেছেন : এরকম গ্রাম্য কবিতা আমার খুব ভালো লাগে। জসিম উদ্দীনের কবিতা অনেক ভালো লাগত
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
305780
শেখের পোলা লিখেছেন : আমার ঘটে যা আছে তা দিয়ে কবীদের মত করে লেখা সুদূর পরাহত। জসীমুদ্দীনের আমিও ভক্ত। ধন্যবাদ।
368387
০৮ মে ২০১৬ দুপুর ১২:৫১
বাকপ্রবাস লিখেছেন : খুব সুন্দর Good Luck Rose
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
305781
শেখের পোলা লিখেছেন : কবি সাহেবের পছন্দে ধন্য হলাম।Good Luck Good Luck
368389
০৮ মে ২০১৬ দুপুর ০২:০৫
সকাল সন্ধ্যা লিখেছেন : চাচাজান আমাগো পারার সোবাহান হুজুর একটু নারাজ হইছে আপনার উপর -- আপনি এভাবে না শুরু করার জন্য ---

রাত পোহালো ফজরের নামাজ শেষে, প্রভাত এল ---- Bring it On Bring it On Bring it On


তয় হুজরের কাছে আপনার কবিতা ভাল লাগছে ---- সোবাহান হুজুরের সালাম নিয়েন ---- Bring it On Bring it On Bring it On
০৮ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
305782
শেখের পোলা লিখেছেন : আপনার সোবহান হুজুররে কয়েন যে, আমার এ প্রভাতের অনেক আগেই ফজর শেষ হয়। হুজুরের জন্য সালাম।
368396
০৮ মে ২০১৬ বিকাল ০৪:১৪
সন্ধাতারা লিখেছেন : Salam. Beautiful village feelings. Very touchy.
০৮ মে ২০১৬ রাত ০৮:০০
305783
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম। আপনাকে অনেক ধন্যবাদ।
368401
০৮ মে ২০১৬ বিকাল ০৪:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাশা আল্লাহ্‌! কি চমৎকার কবিতা।
জাযাকাল্লাহ খাইর
০৮ মে ২০১৬ রাত ০৮:০১
305784
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।
368411
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৪৪
ধ্রুব নীল লিখেছেন : অনেকদিন পর কবিতায় জসীম উদ্দিনের ছোঁয়া পেলাম। মা শা আল্লাহ। অসাধারণ হয়েছে। এমন কবিতা মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই। শুধু কবির প্রতি অকৃত্রিম ভালবাসা রেখে গেলাম।
০৮ মে ২০১৬ রাত ০৮:০২
305785
শেখের পোলা লিখেছেন : আপনার ভালবাসায় ধন্য হলাম।Good Luck আবার আসবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File