@@@@@ অভিলাষ @@@@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ মার্চ, ২০১৬, ০৮:৫০:৫৩ রাত

গৌরী সেনের অনেক টাকা,

না হয় কিছু নিয়েছি,

দেশটাকেতো স্বাধীন করে,

তোদের হাতেই দিয়েছি৷

আহা উহু করবি যদি,

আঙ্গুল খানা বাঁকাবো,

সেই আঙ্গুলে ঘি এনে তাই,

তোদের নাকে শোঁকাবো৷

ভারত মাতার ম্যাপখানি ফের,

আগের মত সাজাবো,

মন্দীরের সব ঘণ্টা গুলো

তোদের দ্বারাই বাজাবো৷

মসজিদ গুলো থাকবে পড়ে,

মাদ্রাসা আর থাকবে না,

ধর্মের নামে গো-হত্যা,

আর কখনও চলবে না৷

আর পাবিনা মক্কা যেতে,

ঘুরবি কাশী বৃন্দাবন,

নামাজ রোজাও ছেড়ে গাবি’

দূর্গা কালীর নাম ভজণ৷

সকাল বিকাল ধর্ণা দিবি,

বাবুর বাড়ির উঠানে,

প্রসাদ পেয়ে ধন্য হবি,

বাবুর পূঁজা পার্বণে৷

টরোণ্ট/১৪/০৩/’১৬

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362846
১৮ মার্চ ২০১৬ রাত ০৯:৫২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চাচাজান একগাদি লেখা জমে আছে দুমাসের লেখা এত পড়ব কিভাবে? ভাবছি ভাল হয়েছে এই টাইপ কমেন্ট করে দিলে কেমন হয়?
হুম! আসলেই দুর্গতি ধেয়ে আসছে এই বাঙ্গালদের গলায়।
১৮ মার্চ ২০১৬ রাত ১১:২৬
300767
অবাক মুসাফীর লিখেছেন : খুবই খারাপ হয়... Time Out
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৩
300769
শেখের পোলা লিখেছেন : তোমার আজকের লেখাটি খুব উপকারি৷ তোমরা যারা মুসলীমদের সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলতে এমন সুন্দর লিখতে পার তাদের কাছে অনুরোধ করি বেী বেশী লেখার জন্য৷ ভাল থাক৷
১৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৩
300812
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আপনার প্রতিমন্তব্য ভালো হয়েছে Rolling on the Floor
362849
১৮ মার্চ ২০১৬ রাত ১১:৪৮
তট রেখা লিখেছেন : দেশটাতো তাদের বাপ-দাদাদের
রেখে যাওয়া সম্পত্তি,
নিলোই না হয় আটশ কোটি
কেন বল ডাকাতি?
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৪
300770
শেখের পোলা লিখেছেন : ডাকাতি বলিনা পাওনা নিয়েছে৷ এমন করে পুরোটাই গিলবে একদিন৷ ধন্যবাদ৷
362850
১৮ মার্চ ২০১৬ রাত ১১:৫৩
অবাক মুসাফীর লিখেছেন : ভারতমাতা আবার আগের আকারে ফিরে আসুক...!
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৫
300771
শেখের পোলা লিখেছেন : সেই চেষ্টাই তারা মিলিতভাবে করে চলেছে৷ধন্যবাদ৷
362852
১৮ মার্চ ২০১৬ রাত ১১:৫৬
দ্য স্লেভ লিখেছেন : একেবারে পার্ফেক্ট কবিতা। তারা হয়ত মসচিদ বন্ধ করবে না কিন্তু খুলেও তাতে লাভ হবেনা। বাপুরাম সাপুড়ের সাপের মত হবে মুসলিমরা
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৭
300772
শেখের পোলা লিখেছেন : ধীরে ধীরে সইয়ে সইয়ে বাঙ্গালীককে অচেতন করেই চেতনার সুঁই দেবে চাচা সাবধান৷
362855
১৯ মার্চ ২০১৬ রাত ১২:১৯
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৮
300773
শেখের পোলা লিখেছেন : ধন্যবাধ আপনাকে৷Good Luck Good Luck Good Luck
362857
১৯ মার্চ ২০১৬ রাত ১২:২২
বাকপ্রবাস লিখেছেন : কিছুই আর কইলামনা
সব দিয়েছেন ঢেলে
বাবুদের চরনখানি
ধুুয়ে দিতাম পেলে
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৫১
300774
শেখের পোলা লিখেছেন : গঙ্গাজল আর তুলসীপাতা
যোগাড় রাখা চাই,
চরণ সেবার আসছে সময়,
সন্দেহ তায় নাই৷
362861
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি দেখার কথা দেখছি কি
কি শোনার কথা শুনছি
৪৪ বছর পরেও আমি
স্বাধীনতাটাকে খুজছি
১৯ মার্চ ২০১৬ রাত ১২:৫৫
300775
শেখের পোলা লিখেছেন : ৪৪ বছর আগেও যেটাকে স্বাধীনতা বলে মনেকরেছিলাম আসলে তা ছিল অশ্বডিম্ব৷ এখনও কি বুঝতে বাকী আছে? মানুষকে সম্মোহণ করে তা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল৷ ধন্যবাদ৷
362864
১৯ মার্চ ২০১৬ রাত ০৪:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

ছন্দ মিলাতে পারলে আমিও একটু লিখে দিতাম!

চমৎকার ছন্দাকারে লিখা পদ্য শুধু ভীতির আবেশ লাগায় মনে...
১৯ মার্চ ২০১৬ সকাল ০৫:০৯
300782
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অরহমাতু্লাহ৷
এই লাগাটাই একে একে বাস্তবে রূপ নিচ্ছে৷ মানুষে গা সওয়া হয়ে যাচ্ছে৷ এক সময় হয়ত আমাদের আগের মতই দাস বানিয়ে ফেলবে৷
362870
১৯ মার্চ ২০১৬ রাত ০৪:৪৬
সন্ধাতারা লিখেছেন : Salam. A unique writing mashallah.
১৯ মার্চ ২০১৬ সকাল ০৫:১০
300783
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম অরহমাতুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ৷
১০
362881
১৯ মার্চ ২০১৬ সকাল ০৯:০৫
মুসলমান লিখেছেন : যা লিখেছেন কাব্যখানি
একেবারেই মন্দ না,
করতে হবে বাঁচতে হলে
ভারত মাতার বন্দনা!
নাউজুবিল্লাহ।

(আল্লাহ আমাদের ঈমান-আমল মজবুত করে দিন)
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
300843
শেখের পোলা লিখেছেন : এই হল সেই ৭১ এর
জগৎ খ্যাত চেতনা,
যার তলেতে চেপ্টা হল
ষোল কোটির ভাবনা৷
ধন্যবাদ আপনাকে৷
১১
362885
১৯ মার্চ ২০১৬ দুপুর ১২:০১
চেতনাবিলাস লিখেছেন : ওমা! এত্ত সুন্দর কবিতা এতক্ষণ আমার চোখেই পড়লনা! দারুণ কবিতা! ধন্যবাদ |
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
300844
শেখের পোলা লিখেছেন : আপনাকে আকৃষ্ট করতে পেরে ধন্য হলাম৷ আপনাকেও ধন্যবাদ৷
১২
362886
১৯ মার্চ ২০১৬ দুপুর ১২:১৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম।


হা হা হা এই সব তো এখন মাত্র সময়ের ব্যাপার। তবে ভারত আগের অবস্থায় ফিরে গেলে মন্দ হয় না, তখন, আমাদের কে আর কস্ট করে বলতে হবে না, ভারতের পাশের দেশ। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
300846
শেখের পোলা লিখেছেন : তা বটে, তবে বাবুদের বাড়ির সামনে দিয়ে যেতে জুতো হাতে আর ছাতা বন্ধ করে যাওয়াটা োনাস হিসেবে পাওয়া যাবে৷ ধন্যবাদ সাথে থাকার জন্য৷
১৩
362893
১৯ মার্চ ২০১৬ দুপুর ০১:০৫
মাই নেম ইজ খান লিখেছেন : অসাধারণ কবিতা

বারাকাল্লাহু ফিক।
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
300847
শেখের পোলা লিখেছেন : বড় ভয়ে ভয়ে বলে ফেললাম৷ ধন্যবাদ হুজুর৷
১৪
362909
১৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৫
আফরা লিখেছেন : এসব নিদর্শন গুলো দেখতে মনে হয় আর বেশীদিন অপেক্ষা করতে হবে না ----- আল্লাহ ভাল জানে ।

কবিতা অপূর্ব সুন্দর হয়েছে চাচাজান । Rose Rose Good Luck Good Luck
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
300848
শেখের পোলা লিখেছেন : মামনির জন্য হামেশাই শুভেচ্ছা৷
১৫
362912
১৯ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কবিতা অ-সা-ধা-র-ণ হয়েছে! আমরা বড়ই শংকিত জনাব। বেশি বলঅ থেকে সংযত থাকলাম। ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
300849
শেখের পোলা লিখেছেন : ঘর পোড়া গরু সিঁদুরে মেঘে ভয় পায়৷ আমিও সেই গরু তাই ভয় হয়৷ তাই আগাম সাবধান করলাম৷ ধন্যবাদ৷
১৬
362928
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০২
এ,এস,ওসমান লিখেছেন : জনাব যারা লেখেছেন, কোন আপনাকে রাজাকার বলে চালিয়ে দিয়ে ওরা তখন বুঝবেনই নাহ Tongue Tongue Tongue Tongue Tongue

যায় হোক, ভাল লেখেছেন।
১৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
300850
শেখের পোলা লিখেছেন : আপনার মন্তব্য বুঝলাম না৷ আমার মত রাজাকারের সংখ্যা দিন দিন বাড়ছে, বাড়বে৷ ধন্যবাদ৷
১৯ মার্চ ২০১৬ রাত ০৯:০৬
300857
এ,এস,ওসমান লিখেছেন : সত্যিই দুঃখের বিষয় আমি কি মন্তব্য করেছিলাম আমি এখন নিজেই বুঝছি নাহ Worried Worried

যায় হোক,ভুল না করলে মন্তব্যটা হয় তো হবে
জনাব যা লেখেছেন,তাতে কোন দিন আপনাকে রাজাকার বলে চালিয়ে দিয়ে ওরা তখন নিজেও বুঝবেনই নাহ
১৭
363022
২০ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৬
আওণ রাহ'বার লিখেছেন : ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালাকে বাদ।
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
300934
শেখের পোলা লিখেছেন : কিন্তু কারবালা আসতে আর কত বাকী তাতো জানা নেই৷ ধন্যবাদ৷
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
300935
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহর কসম শাপলায় এক কারবালা হয়ে গেছে!! কারবালা প্রতিনিয়ত হচ্ছে।
যুবক সমাজের চোখ এখন খুঁজে ফেরে খিলাফাহ্। আর আল্লাহর কসম বিজয় আমাদের হবেই। এ কাথাটি-ই অন্তিম সত্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের হাদীসের ভাষ্য।
সামনে শুধু বিজয়ের অপেক্ষা।
জাযাকুমুল্লাহ খাইরান।
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
300940
শেখের পোলা লিখেছেন : বিজয় এমনি এমনি আসবে না৷ তাগুত সেচ্ছায় জা্য়গা কোনদিন ছাড়বে না৷ তার জন্য শক্তি সামর্থ লাগবে আর ময়দানে নামতে হবে৷ মোকাবেলা করতে হবে৷ প্রথমেই লাগবে সিপাহসালার, যা আমাদের নেই৷ ধন্যবাদ৷
১৮
363149
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০২
হাফেজ আহমেদ লিখেছেন : ভাল লিখেছেন তাই ভালো লাগল।
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
301029
শেখের পোলা লিখেছেন : কষ্ট করে এত দূর এসে পড়ে ফেলেছেন তাই আপনাকে ধন্যবাদ৷
১৯
363268
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৮
রাইয়ান লিখেছেন : একদম মনের কথাগুলোকেই কেমন করে যে ছন্দবদ্ধ করে ফেলেন, অবাকই লাগে ! প্রতিটি লাইন দেশের অবস্থা একদম বাস্তব প্রতিচ্ছবি .... শুকরিয়া !
২২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
301174
শেখের পোলা লিখেছেন : উপলব্ধি করার জন্য আপনাকে ধন্যবাদ৷ প্রতিকারের উপায় খুঁজুন৷ ধন্যবাদ৷
২০
363493
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৫
আজাদ আরিফ লিখেছেন : অসম্ভব রকম ভালো লাগলো....
২৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
301369
শেখের পোলা লিখেছেন : আমারতো ভাই ভয় হয়৷ আমাদের অস্তিত্ব থাকবেতো? নাকি ইসলাম ভুলতে হবে৷ ধন্যবাদ৷
২১
364203
৩০ মার্চ ২০১৬ রাত ১০:৪২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মার্চ ২০১৬ রাত ১২:৪৩
302088
শেখের পোলা লিখেছেন : আমি জানি ভারত মাতার ভয়ঙ্কর অভিলাষ আপনার ভাল লাগেনি৷তবে কবিতাটা ভাল লেগে থাকবে৷ তাতেই ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File