মূর্তি, ভাস্কর্য কার বা কেনো তাতে কি?

লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ জুন, ২০১৭, ০৫:১২:১৮ সকাল



বিতর্ক টা কি নিয়ে বুঝিনা?

থেমিস বা অন্য কারো মূর্তি বা ভাস্কর্য যাই হোক না কেনো - বৃহত্তর ধর্মীয় গোষ্ঠীর বিধি বহির্ভূত কাজ।

এটা নিয়ে বিতর্কের সুযোগ কই বুঝিনা।

কোন মুসলিম দেশে এটা করল কি না তাতে আমাদের কি?

কোনো স্থির চিত্র, মূর্তি একটা মুসলিম প্রধান দেশের জাতীয় প্রতিষ্ঠানে বসানো অগণতান্ত্রিক, অনৈসলামিক, আধুনিক সভ্যতা বিরোধী।

গুটিকতেক ইসলামবিদ্বেষী নাস্তিক জোর করে এসব করার প্রচেষ্টা লজ্জ্বাজনক নয় তাদের নিজের জন্য?

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383201
০১ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৩৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশ ইসলামী শরিয়ত ফলোকারী দেশ নয় এবং এখানকার যারা মুসলমান তারা ইসলামকে খুব একটা ফলোও করে না ।

থেমিসের মূর্তি প্রথম কোন মূর্তি না । ঐ এলাকায় এরকম বেশ আরও কিছু এরকম মূর্তি আছে ।

আমাদের সর্বনিম্নস্তরের ঈমান নিয়েই চলতে হবে এখনকার এই বিরুপ সমাজে।
383212
০২ জুন ২০১৭ রাত ০৩:০২
রক্তলাল লিখেছেন : ব্যাপারটা আমি পুরোটা ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি থেকেও বলিনি।

যেকোনো সমাজে বৃহত্তর জনগোষ্ঠীর মতামত ও অনুভূতির মর্যাদা দেওয়া উচিৎ।

বাংলাদেশে গণতন্ত্রের কথা মুখে বলে কিছু নাস্তিক ইসলামবিদ্বেষী এক্সট্রিমিস্ট সব গায়ের জোরে করতে চায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File