বদলে যাওয়া রিকু

লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ২৯ মে, ২০১৩, ০১:৫৯:৪৬ দুপুর

আমার পাশের ফ্লাটে থাকে রিকুরা(ছদ্দ নাম)।ওর নামের পাশে DJ শব্দটি যুক্ত হয়েছে বেশ কবছর থেকে।এলাকায় DJ রিকুর বিরাট সুনাম।ছোটরা তাদের নামের পাশে DJ ্যোগ করতে হিমালয়সম পুলক অনুভব করে।রিকুর চুলের স্টাইল,হাল্কা কাটিং দাড়ি,অর্ধেক ছেড়া প্যান্ট,হাতে মেয়েদের চুরি,কানের দুল এলাকার ছোট ভাইদের আদর্শিক উপকরন।রিকু ওদের বলে কয়ে এসব পরতে বলেনি।ওরা এমনিতেই ওকে অনুকরন করছে।রিকুও মহা খুশি।এলাকার ছোট ভাইদের অন্ধ অনকরন দেখে।এলাকায় বিবাহ,জন্মদিন সহ যেকোন অনুষ্ঠানে ডাক পড়ে রিকুর।রিকু হাজির হয় ওর দলবল নিয়ে।নাচে-গানে হৈ হুল্লুরে কাটিয়ে দেয় রাতকে রাত, জাগিয়ে রাখে পাড়া মহল্লা।

বেশ কবছর থেকে রিকু যাতায়ত করছে দেশের নামকরা নাইট ক্লাব গুলিতে।ক্লাবপাড়াতেও রিকুর বেশ সুনাম।অভিযাত এলাকার অভিযাতি যুবক যুবতিরা মধ্যরাত অবধি নাইট ক্লাবগুলিতে DJ তালে তাল্ময় হয়।মাতলামি করে…নেশার রাজ্যে হাবুডুবু খায়।অনুভব করে অশ্ললিল সুখ,প্রকৃতির পরতে পরতে ছড়ি্যে ছিটিয়ে থাকা সুখ যাদের ভাগ্যে জোটে না,অভাবি অনাহারিদের মুখের হাশি যাদের সুখ এনে দিতে পারে না।নির্মল কোমল পারিবারিক জীবনে যারা সুখের পরশ অনুভব করে না তারাই মুলত নাইট ক্লাবে কিনতে যায় সস্থা সুখ।নিজেদের ইতিহাস ঐতিহ্য,জাতি সত্তার সমৃদ্ধ সংস্কৃতির পায়ে কুড়াল মেরে নিজেদের ভাসিয়ে দেয় নব্য নগ্ন জাহেলি যুগে।

রিকু আর আমার বয়ষ প্রায় সেইম।ছোটবেলা থেকেই রিকুর মা রিকুকে আমার সাথে থাকতে বলত।আন্টি আমাকে বলত আমার ছেলেটাকে তোমার সাথে রাখবে।ও যাতে খারাপ ছেলেদের সাথে না মিশতে পারে একটু খেয়াল রাখবে।কয়েকদিন আমার সাথে ছিল পড়ে আমাকে দেখলেই ঊল্টা দিকে চলে…আমি ওকে ইসলামি সাহিত্য কুরান হাদিস পরতে বললাম।নিয়মিত সালাত কায়েমের গুরুত্ত তুলে ধরলাম।সুস্থ ধারার ইসলামি সংস্কৃতির রুপরেখা তুলে ধরলাম।মেহের যাইন,সামি ইউসুফ হয়ে উঠল ওর প্রিয় গায়ক।মদ গাজার নেশা থেকে ফিরে আসল রিকু।শুরু করল নতুন জীবন।মাঝ খানে কি যে হল? ভাবতেই অবাক হয় রিকু।এ এক বদলে যাওয়া ভিন্ন রুপে রিকু।

বিষয়: সাহিত্য

১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File