শোক সংবাদ

লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৫২:০৫ সকাল



কবি মুহাম্মাদ জামাল উদ্দীন আরিফ গত 17 ডিসেম্বর 14 বুধবার সন্ধ্যায় তার কর্মস্থাল নরসিংদীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । কবির পেজ http://www.facebook.com/mjuarif

কবি আমার পাশের গ্রামে থাকতেন। মাস ছয়েক আগে আমি বুঝতে পারি কবি আমাদের এলাকা ছেড়ে চলে যাবেন। সত্যিই তিনি মাস তিনেক আগে আমাদের এলাকা ছেড়ে চলে যান। কিন্তু আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি কবি এভাবে দুনিয়া ছেড়েই চলে যাবে। কবি এবারের বইমেলার জন্য একটি পান্ডুলিপি তৈরি করেছিলেন। আমার কাছে কপিটি আছে। যদি কেউ প্রকাশ করতে আগ্রহী হন আমাকে ম্যাসেজ করুন। তাছাড় কবির প্রায় লক্ষাধিক কবিতা এখনো বস্তাবন্ধী। কেউ প্রকাশ করতে চাইলে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। যোগাযোগ করতে আমাকে ম্যাসেজ লিখুন। কবির পলতাকান্দা ছেড়ে যাওয়া স্মরণে আমি একটি কবিতা লিখেছিলাম। কবিতাটি সবার জন্য শেয়ার করলাম- স্বজনের কাছে যাবে তুমি ফিরে, পরবাস থেকে নীড়ে,

কান্নারা তবু কেন এসে ভীড়ে, কোমল আঁখির তীরে।

পথভোলা যত পথিকেরে তুমি দিয়েছিলে পথের দিশা,

আঁধারের মাঝে আলো হয়ে তুমি তাড়ালে অমানিশা।

অনাহারীর মুখে আহার দিলে পথিকেরে আশ্রয়,

বিরহীরে দিলে শান্ত্বনা আর ভীতুকে দিলে অভয়।

অচেনারে তুমি বুকে ঠাঁই দিলে চেনার সাথী করি,

শত্রুকে তুমি মিত্র বানালে সাম্যের পথ ধরি।

তব এ বিদায়ে আজ তাই কাঁদে শত্রু মিত্রের প্রাণ,

নারী-শিশুরা কাঁদিছে দেখ গেয়ে মহরমী গান ॥

কত কথা, হাসির স্মৃতি ভাসে মানস্পটে,

কত শান্ত্বনা বুদ্ধি দিতে সংগ্রামে-সংকটে।

আজি হতে মোর রুদ্ধ হলো সেই চিরচেনা দ্বার,

জানি না কবে ভুলব স্মৃতি, ঘুচবে হৃদয় ভার।

তব এ বিদায়ে বুক ভরা ব্যথা আঁখি ছলোছল,

কত জন যে মুর্ছা গেছে হারিয়ে গায়ের বল।

এ বিদায় তব সার্থক হলো যদিও কাঁদে প্রাণ,

এাস্তুলে পাল ওড়াও হে মাঝি গাও বিদায়ী গান ॥

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295667
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৫
যা বলতে চাই লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আল্লাহ তার সমুদয় ভাল কাজ কবুল করুণ এবং তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুণ। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File