দেশের বড় বড় সংকটগুলোকে পাশ কাটিয়ে দেশ ও জাতিকে বিভাজনের মহাসংকটে ফেলে ফায়দাটা আসলে কার???

লিখেছেন লিখেছেন মুক্তমন ১৯ মার্চ, ২০১৩, ০১:৪০:৫৩ দুপুর

৭১এ জামাত সহ আনেক দলই ভিন্নমতে ছিল।আবার ৭২-৭৩এ মতিয়াগংরাতো বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল! ইনু-বড়ুয়ারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বার বার মহাসংকটে ঠেলে দিতে দুষ্ট-দৈত্যের মতো ভূমিকায় ছিল এবং এখনও আছে।

ওরা বঙ্গবন্ধুকে কুশল্যা দিয়ে বাকশাল করিয়েছিল!আর আজ বঙ্গবন্ধুকন্যাকে একই শল্যায় গণবিচ্ছিন্ন করার শেষ প্রান্তে নিয়ে এসেছে।

আজকে জামাত-শিবির নিয়ে এতো মাথা কেন?

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জামাত-শিবির এর কর্মকান্ড তদন্ত করুন- দেশের গনতন্ত্র প্রতিষ্টার আন্দোলনে নিয়মতান্ত্রিকভাবে সংসদে এবং রাজপথে

দেশপ্রেমিক ভুমিকায় জামাত অনন্য অবস্থানে রয়েছে বরাবর।শুধু তাই নহে চারদলীয় ঐক্যজোটের সরকারে জামাতের দুজন নেতা দুটো মন্ত্রনালয় অত্যন্ত সফলতরভাবে সুনামের সাথে পরিচালনা করে দুর্নীতির সমাজে ন্যায়ের - সততার দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বময় দেশের সুনাম-সুখ্যাতি-সম্মান বৃদ্ধি করেছেন।অথচ কী এমন কান্ড হলো যে হঠাৎ করে আজ জামাত শিবিরকে নির্মূল করতে হবে?জামাত-শিবিরের লক্ষ-কোটি সমর্থক-যারা সাংবিধানিকভাবে-জন্মসূত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক।এ নাগরিকগণের সুরক্ষার পরিবর্তে নির্মূলের ঘোষনা দেয়ার কোন এখতিয়ার কোন মন্ত্রী-এমপি বা কোন নাগরিককে আমাদের সংবিধান দিয়েছে কি?কোন নাগরিক অপরাধ করলে দেশের নিয়মমোতাবেক তার বিচার হবে!অথচ আজকে অযথাই দেশের বড় বড় সংকটগুলোকে পাশ কাটিয়ে জামাত শিবির নিয়ে হৈচৈ বাধিয়ে দেশ ও জাতিকে বিভাজনের মহাসংকটে ফেলে কে কি ফায়দা নিতে চাইছেন আমাদের সবাইকেই ভেবে দেখা দরকার।

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File