প্লিজ আমাদের বেঁচে থাকতে দিন ।

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ২০ জানুয়ারি, ২০১৫, ০১:০৮:৪৬ দুপুর

পুড়ছে দেশ , আগুনে দগ্ধ হচ্ছে মানুষ ,পেট্রোল বোমায় জ্বলছে বেচে থাকার একমাত্র সম্বল প্রিয় গাড়িটা , থমকে আছে জীবন-যাত্রা , খালি হচ্ছে মায়ের বুক, বিধবা হচ্ছে কত বোন , এতিম হয়েছে বহু শিশু , বহু সমস্যায় জর্জরিত আজ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ।

একদল ক্ষমতায় টিকে থাকার প্রাণপণ চেষ্টা , আরেকদল ক্ষমতায় যাওয়ার বাসনা ।

আচ্ছা রাজনিতী যদি হয় মানুষের কল্যানের জন্য তাহলে এত নৈরাজ্য কেন ? এই দেশের মালিক যদি হয় দেশের জনগণ তাহলে নিরপেক্ষ ব্যাক্তির অধীনে নির্বাচন দিতে আপনাদের এত ভয় কেন?

মনে রাখবেন দুনিয়াটা চিরস্হায়ী নয় , তাই ক্ষমতাও চিরস্হায়ীনা ।

তাই সরকারও সরকার বিরোধী সকলকে বলবো আপনারা একটু নমনীয় হোন , দেশের মানুষের কথা ভাবূন , একটি সমজোতায় আসুন । আমাদের শান্তি দিন , সস্তি দিন ।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300909
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৫
হতভাগা লিখেছেন : আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসবে সরকার । জনগনের জানমালের নিরাপত্তার জন্য যা যা করার তাই তাই করবে জননেত্রী শেখ হাসিনার সরকার।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
243458
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : অপেক্ষায় রইলাম,,,,,,,,,,,,,,,,,,,,
300917
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই নষ্ট রাজনীতি থেকে আমরা বাঁচতে চাই। এই রাজনীতি আমরা চাই না।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
243459
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সহমত,,,,,,,,,,,,,,,,,
300929
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২১
মোতাহারুল ইসলাম লিখেছেন : রাজনীতি হলো রাজার নীতি, ক্ষমতা না থাকলে রাজা হওয়া যায়না। আর রাজা না হলে রাজনীতিও থাকেনা।
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
243461
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : যে নীতি মানুষ পুড়ে কয়লা বানায় , সেই নীতি চাইনা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File