"অমিত শাহ্ ও বেগম খালেদা জিয়ার ফোনালাপ"

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১২ জানুয়ারি, ২০১৫, ০১:৪৪:৩৯ দুপুর

অমিত শাহ্ ও বেগম খালেদা জিয়ার ফোনালাপ, ১০০ ভাগ সঠিক-বেঠিক;

তাতে দেশপ্রেমিকদের বাংলাদেশী নাগরিকের কি আসে যায়?

বরঞ্চ আমরা লজ্জিত এই ভেবে যে, একজন পরদেশী রাজনীতিকের ফোনালাপ এতই গুরুত্বপূর্ণ যে,

দেশের মানুষের কোন গুরুত্ব নেই?

যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় যেতে চায়, তাদের জন্য এই ফোনালাপ সঠিক-বেঠিক এর গুরুত্ব অপরিসীম;

কিন্তু আমার কাছে কোন গুরুত্ব নেই, কারণ এই ফোনালাপ নিয়ে এত মাতা-মাতি, জাতিকে ছোট করে দিচ্ছে।

আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার লোভে, কোথায় নিয়ে যাচ্ছে দেশ এবং দেশের মানুষকে?

বিষয়: রাজনীতি

৩৬২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300280
১২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দেখুন, জামাত/বিএনপির তুলনায় আপনি একটি ছারপোকার সমানও না। নেহাত তুচ্ছ। আপনার জামাত-বিএনপির পায়ের নীচে মাটি নেই। খড়কূটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই এই বাকোয়াজ ফোন আলাপের নাটক করেছে।
300283
১২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মসনদের জন্য বাংলাদেশের জনগনের ভোট কোন ফ্যাক্টর নয় । এটা নির্ধারন হয় দিল্লী থেকে ।

যা হোক - বিএনপির এতদিনে কিছু বুদ্ধিশুদ্ধি হয়েছে ।
300311
১২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেশের জনগণ সাড়া না দিলে তো বিদেশের দিতে তাকাতেই হবে এজন্য তো মিথ্যাচার চলতেই পারে।
300322
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১১
দুষ্টু পোলা লিখেছেন : মাইনাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File