আমি ব্রা পড়ি না আমি বিসিয়ার পড়ি - মিতা হক

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৩ আগস্ট, ২০১৩, ১০:২৭:৩০ রাত

ক্ষ্যাপাটে পাগলা- কেমন আছেন আন্টি?

মিতা হক- এই তুমি আমাকে আন্টি ডাকলে কেন?

ক্ষ্যাপাটে পাগলা- কলকাতার ও দিকে যে সব মহিলারা মধ্য বয়সে এসেও লুতুপুতু করে ছোকরাদের সাথে তাদের আদর করে ছোকরারা 'আন্টি' ডাকে।

মিতা হক- যাহ! দুষ্টসোনা আমার লজ্জা করে!শোন,আমাকে আপনি বলবে না তুমি বলবে।

ক্ষ্যাপাটে পাগলা-হি হি থ্যাংকু থ্যাংকু।পর্দা আরবিয়ান সংস্কতি ইঙ্গিত করে তুমি বলেছো যারা পর্দা করে তারা আর যাই হউক বাঙালী হতে পারেনা।

মিতা হক- হ্যা বলেছি।

ক্ষ্যাপাটে পাগলা- তা আন্টি তুমি যে ব্রা পড় সেটা এক সময় এই দেশে ছিলনা বাঙালী মহিলারাও পড়তনা।ব্রা বিদেশী পোশাক। তাহলে এখন কেউ যদি বলে তুমি ব্রা পড় তাই তুমি বাঙালী না।তাহলে কি উওর দিবে?

মিতা হক-এমনটা বুদ্ধিহীনরা বলবে।কারণ ব্রা না,আমি বিসিয়ার পড়ি।আবহমান গ্রাম বাংলার মহিলারা ব্রা কে বিসিয়ার বলে।ব্রা বিদেশী পোশাক বিসিয়ার বাংলাদেশী পোশাক।

মাননীয় স্পিকার পুরায় োদনা হয়ে গেলাম বলে ক্ষ্যাপাটে পাগলা জ্ঞান হারিয়ে ফেলায় ইন্টারভিউ এখানেই শেষ....

বিষয়: বিবিধ

৪৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File