বিএনপির ডাকা হরতাল কি পূর্ব পরিকল্পিত?

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ১২ মার্চ, ২০১৩, ০১:১৫:১৭ দুপুর

গতকাল বিএনপি অফিসের সামনে ডাকা মিটিংয়ের আগেই তাদের নেতারা ঘোষনা দিয়েছিলেন কোন বাধা এলে হরতাল দেওয়া হবে। তখন আগে থেকেই বোঝা গিয়েছিল কিছু একটা হতে যাচ্ছে এবং হলোও তাই। পুলিশ ঝামেলা এড়াতে বিএনপি অফিস সংলগ্ন আশ পাশের রাস্তায় যানবাহন বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো? না একেবারে মিটিংয়ের শেষ পর্যায় এসে কিছু ককটেল বিষ্ফোরন ঘটল তার পর পরই মাইকে হরতালের ঘোষনা এলো।

আমার একটা প্রশ্ন সরকার যেখানে হরতাল ঠেকানে হিমশিম খাচ্ছে সেখানে সরকারের বিএনপি জোটের মিটিংয়ে ককটেল মেরে কি লাভ? আর সরকারই বা সেই দায়ভার কেন নিতে চাইবে।

আমার যেটা মনে হয় এটা সু-পরিকল্পনা করে ঘটানো হয়েছে এটা যাতে করে হরতাল দেবার জন্য একটা ইস্যু পাওয়া যায়।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File