সনেট ০৩ $$$ মুক্তির বন্দনায় $$$

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৯ মে, ২০১৬, ০৭:১৭:৫০ সন্ধ্যা

লোহার শিকড়ে বেঁধে এ মুক্ত পাখনা

বক্ষ বাঁধিয়া উদ্দাম রজ্জুর বাঁধনে

কক্ষে রুদ্ধ কপাট নয়ন ও মহনা

স্বাধীনতা দেবে নাকি কর্জের কাপনে।

পাপী হাসে, সতী ফাঁসে, রোদনে নয়না

দেখেছি রুধিতে সাধু নন্দন কাননে

নব পতি নির্মলের করুন দাপনে

রক্তে লাল হয়ে রয় বধূর গহনা।

নকরির তরফে যদি কহে সদা উপরি

তবে মা বোনের কদর দাও ফিরিয়ে

দাও ফিরিয়ে এিশ লাখ রক্ত কবরী।

যদি নাহি পার তা, তবে রুখো গদরে

দানব অক্ষ দগ্ধানে মুক্ত কর নর নারী

হাসবে কানন কুঞ্জ হৃদয় সদরে।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368526
০৯ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : চমৎকার। Good Luck Good Luck Good Luck
০৯ মে ২০১৬ রাত ০৮:২৩
305907
হাফেজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ হে প্রিয় কবি।
368541
০৯ মে ২০১৬ রাত ০৮:২৮
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
০৯ মে ২০১৬ রাত ০৮:৪১
305909
হাফেজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ হে প্রিয়।
368553
০৯ মে ২০১৬ রাত ০৯:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেইরাম হছে ভাই সেইরাম
০৯ মে ২০১৬ রাত ১১:২৩
305926
হাফেজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ হে। ভাল থাকবেন। শুভাশিস রইল।
368557
০৯ মে ২০১৬ রাত ১০:৪১
ধ্রুব নীল লিখেছেন : সুন্দর হয়েছে। মহনা শব্দের অর্থ কি ভাই? মোহনা হতো কি?
০৯ মে ২০১৬ রাত ১১:২২
305924
হাফেজ আহমেদ লিখেছেন : ভাই যা লিখেছি তাই হবে। মহনা মানে মুখ। ধন্যবাদ আপনাকে।
১০ মে ২০১৬ রাত ০১:৫৫
305940
ধ্রুব নীল লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
১০ মে ২০১৬ সকাল ০৮:৩৫
305952
হাফেজ আহমেদ লিখেছেন : স্বাগতম হে।
368612
১০ মে ২০১৬ দুপুর ০২:৫২
আজরাইলের জম লিখেছেন : অসাধারন সনেট।
১০ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
305969
হাফেজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ হে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File