মাওলানা সাঈদীর আপিল শুনানি শেষ, আসুন সবাই তাঁর জন্য দোয়া করি

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫৩:২২ বিকাল



জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে বুধবার এই মামলায় ইব্রাহীম কুট্টির হত্যার অভিযোগের নথি তলব-সংক্রান্ত আদেশের শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা যুক্তিতর্ক খণ্ডন শেষ করেছে আসামিপক্ষ।

এর আগে বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। যুক্তি উপস্থাপনে রাষ্ট্রপক্ষ আপিলের রায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করে।

আমরা দাবী সরকারের কাছে করছি, আপনারা মাওলানা সাঈদীকে মুক্তি দিন, নয়তো বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কেমন ক্ষেপে উঠতে পারে তার নজির আপনারা এর আগেই দেখেছেন।

আর আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় মাওলানা সাঈদীকে আমাদের মাঝে জীবীত ফিরিয়ে দেন।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208289
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সাদামেঘ লিখেছেন : হে আল্লাহ সকল ক্ষমতা তোমার জানি, তুমি তোমার ক্ষমতায় আল্লামা সাইদীকে বাঁচাও, বাঁচাও এদেশের এলেম, বাঁচাও কোটি মানুষের আত্মবিশ্বাস। আমিন।
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
157464
মোঃ আবু তাহের লিখেছেন : আমিন
208298
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ তায়ালা মজলুমের সহায়ক হবেন
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
157465
মোঃ আবু তাহের লিখেছেন : আমিন
208305
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২০
সিটিজি৪বিডি লিখেছেন : জেলে আটক সকল নেতা-কর্মীকে আল্লাহ তায়ালা যেন হেফাযত রাখেন আমিন।
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
157466
মোঃ আবু তাহের লিখেছেন : আমিন
208310
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
আজব মানুষ লিখেছেন : দোয়ায় কি লাভ?
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
156973
সাদাচোখে লিখেছেন : মুমিনের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হল 'দোয়া'। আর তারপর অবশ্যই অন্যান্য গুলোর অবস্থান এবং তা থাকতেও হবে --

208327
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
প্রবাসী মজুমদার লিখেছেন :


এই মুজাহিদ,থমকে দাঁড়াও
নিতে দাও পদদুলি,
তোমার আশায় জেগে আছি আজও
ডরিনা মিথ্যে বুলি।

তোমার কন্ঠের কোরানের বাণী
আজো বাজে মোর কানে,
হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই
ছুটিত 'প্যারেডের' পানে।

মাহফিল নয়, মহা সমুদ্র
বর্ষায় ভরা নদী,
বজ্র কন্ঠে বাতিল কাঁপিত
হারানোর ভয়ে গদী।

নাগিনী-যুগিনী মেতেছে আজি
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।

হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।

অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।

তোমার শব্দে পতঙ্গের মত
ছূটে এসেছে লাখো ভাই,
হারানোর কিছু নেই জগতে
নীড় ছেড়েছে তাই।


অশ্রু নয়নে যাবেনা তুমি
চেয়ে দেখো পেছন ফিরে,
কসম(সত্বার), তোমার মুক্তি নাহলে
ফিরবোনা আর নীড়ে।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
157012
জেদ্দাবাসী লিখেছেন : তোমার ডাকে ছেড়ে দিয়েছি
মাজার কবর পুজা ।
তাওহীদ কে ছিনিয়ে দিয়েছ
ধরেছি নামাজ রোজা।

Praying Praying Praying

১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:০৮
157112
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার ভাষায় দারুন অভিব্যক্তি। ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
157467
মোঃ আবু তাহের লিখেছেন : গা শিউরে উঠলো ভাই, অশ্রু সজল হলাম। আল্লাহ মাওলানা সাঈদীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই দোয়াই করি।
208538
১৬ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
বুঝিনা লিখেছেন : জেদ্দাবাসী লিখেছেন : তোমার ডাকে ছেড়ে দিয়েছি
মাজার কবর পুজা ।
তাওহীদ কে ছিনিয়ে দিয়েছ
ধরেছি নামাজ রোজা।
Praying Praying Praying Praying
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩০
157468
মোঃ আবু তাহের লিখেছেন : আল্লাহ মাওলানা সাঈদীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এই দোয়াই করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File