ক্ষমতার বাহাদুরি: ========

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৬ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:০০ সকাল

বিরোধী দলকে দোষী করে, বিচারের নামে প্রহসন,

দাদাদের মন খুশি করে, ক্ষমতায় থাকতে আজীবন।

হোলি খেলায় মেতেছেন তিনি, প্রাণ নিচ্ছেন অগণন,

ক্ষমতার লাঠি হাতে নিয়েছেন, মসনদে থাকবেন আমরণ।

হাটে, ঘাটে, মাঠে সর্বত্র, চালাচ্ছেন ধ্বংস যজ্ঞলীলা

আমরা নির্বোধ জনগণ, বসে বসে দেখছি তার খেলা।

ইহলীলা সাঙ্গ যেদিন হবে, সব জুলুমের অবসান একদিন হবে,

ধরায় তুমি ইতিহাস হবে, ঘৃণা ভরে জাতি তোমার নাম নিবে।

তাই তো তোমায় বলি, যতদিন তুমি থাকবে এই ভবে,

খুন, সন্ত্রাস, রাহাজানি যা করার, তুমি করে নাও তবে।

26-04-2016, 10.41 am

বিষয়: বিবিধ

১৩১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367188
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৯
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো বিচারের নামে প্রহসন,দাদাদের মন খুশি করে ক্ষমতায় থাকতে আজীবন। ধন্যবাদ আপনাকে
২৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৫
304677
নকীব কম্পিউটার লিখেছেন : -
টুডে ব্লগের কেউ দেখতে আসলো না,
বুঝা গেলো এটি কারো পছন্দের না।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
367207
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৬
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৯
304724
নকীব কম্পিউটার লিখেছেন : -অবাক হওয়ার কিছু নাই। সব সময় জালিমের বিরুদ্ধে কলম গর্জে ওঠে, ভাষা হয়তো ক্ষুরধার হয়নি। এরপরেও চেষ্ঠা করি।

ধন্যবাদ সবুজ ভাই।
367248
২৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৮
মোস্তফা সোহলে লিখেছেন : অন্তমিল খুব ভাল।সমসাময়ীক লেখা অনেক ভাল হয়েছে
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৭
304723
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ ভাই, সামহোয়ার আমাকে ব্যান করেছে। একটা পোস্ট দিবেন আমার জন্য সেখানে।
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩০
304761
মোস্তফা সোহলে লিখেছেন : ব্যান করল কেন?
আমি আপনাকে নিয়ে পোষ্ট দিলে হবে কিছু।
আমি শখের বসে মাঝে মাঝে ব্লগে আসি।
আমাকে আর কত জন চেনে ।
২৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৯
304807
নকীব কম্পিউটার লিখেছেন : আচ্ছা, আপনার ক্ষতি হোক এটা আমি চাই না। আপনার শখটা ঠিক থাকুক ভাই।
367448
২৯ এপ্রিল ২০১৬ রাত ০৪:৪১
awlad লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ মে ২০১৬ দুপুর ০৩:৪১
305448
নকীব কম্পিউটার লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File