যারা জেনে-শুনে সত্যকে গোপন করে। জবাব দিহি করতে হবে আল্লাহর কাছে।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১১ জুলাই, ২০১৫, ১১:১৭:৩৩ সকাল

আমাদের দেশের বেশিরভাগ আলেমগণ কেন সত্য বলতে ভয় পান?!?

কেন তারা কুরআন-হাদীসের অনেক বক্তব্য চেপে যান বা গোপন করেন?!?

অথবা কেন তারা কুরআন-হাদীসের অনেক বক্তব্য ঘুরিয়ে-পেচিয়ে বলেন?!?

-

একজন ইসলামী গবেষকের মতে-

০১) কুরআনের সঠিক অর্থ অনুধাবন করতে না পারা বা ব্যাখা ভুল বোঝার কারণে।

-

০২) কোন অর্থ বা ব্যাখার ব্যাপারে দ্বিধা-দ্বন্দ বা সন্দেহ থাকা।

-

০৩) জ্ঞানের কমতি।

-

০৪) কুরআন-হাদীসের বক্তব্যটি যদি সমাজে প্রচলিত ধারণার বিপরীত হয়।

-

০৫) সমাজরে লোকজনের প্রতিরোধ বা বিরোধীতার ভয়।

-

০৬) বেতন-ভাতা, দান-খয়রাত, নজর-নেওয়াজ কমে যাওয়া বা বন্ধ হওয়ার ভয়।

-

০৭) চাকরী চলে যাওয়ার ভয় বা মসজিদ কমিটি বা সমাজের গণ্যমান্য লোকজনের বিরোধীতার ভয়।

-

০৮) সমাজে তাদের সস্তা জনপ্রিয়তা চলে যাওয়ার ভয়।

-

০৯) এতদিন তারা কেন জেনে-বুঝে সত্যকে গোপন করলেন সেই জবাব দিহিতার ভয়।

-

১০) অন্য দল-মতের কাছে নিজেদের ছোট না করা বা নিজেদের সম্মান ধরে রাখা।

-

১১) তাদের অন্য কোন আয়ের পথ না থাকায় মসজিদকেই আয়-রোজগারের একমাত্র অবলম্বন করা।

-

১২) নিজের মতকে প্রতিষ্ঠিত করতে অন্যের সঠিক মতেরও বিরোধীতা করা।

-

১৩) মিলাদ মাহফিল, চল্লিশা, চারদিনা, দোয়ার মাহফিল ইত্যাদি হারাম রোজগারের নেশা।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329537
১১ জুলাই ২০১৫ দুপুর ০১:৪২
অনেক পথ বাকি লিখেছেন : জানের ভয়ে কিছু বলে না।
১২ জুলাই ২০১৫ দুপুর ১২:২৯
271952
নেহায়েৎ লিখেছেন : সত্য গোপন করা ঠিক না।
329565
১১ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রধান সমস্যা হচ্ছে আর্থিক নির্ভরতার জন্য চুপ থাকতে হয় তাদের।
১২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩০
271954
নেহায়েৎ লিখেছেন : এটাই ইসলামের জন্য অনেক বেশি ক্ষতিকর আমাদের দেশে ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File