বুকের ভেতর আগুন জলে, কেন থাকতে পারি না হলে। তাই নেভাতে এসেছি আগুন, সবাই মিলে একদলে। জগন্নাথ বিশবিদ্যালয়

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪১:০২ বিকাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনরত শিক্ষার্থীদের কিছু শ্লোগানঃ

.

১. জীবন দিতে রাজি, হল আমার বাজি- স্পন্দন

.

২. মাইরের উপর ওষুধ নাই, তাড়াতাড়ি হল চাই- সাইফ

.

৩. হল ছাড়া ফিরবো না, রাজপথ ছাড়বো না- মাহমুদুল হাসান

.

৪. বুকের ভেতর আগুন জলে, কেন থাকতে পারি না হলে। তাই নেভাতে এসেছি আগুন, সবাই মিলে একদলে- ইউসুফ

.

৫. হল ছাড়া বিশ্ববিদ্যালয় আর লবন ছাড়া তরকারি- শিহাব











img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/junayed/1393155521.jpg[/img]







বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181255
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : সাধারণ ছাত্র-ছাত্রীদের হল ছেড়ে দেয়া হোক.হল থেকে কুত্তাদেরকে বিতাড়িত করা হোক।
181264
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৮
হতভাগা লিখেছেন : দৌড়া ! ছাত্রলীগ আইলো !
181284
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : এভাবেই চলছে দেশ।
181301
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছাত্রদের হল কেন দেওয়া হয় না ?হল ছাত্রদের দিতেই হবে।
181336
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
ফেরারী মন লিখেছেন : সাবাস তোরাই পারবি
181348
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
পরবাসী লিখেছেন : নাউজুবিল্লাহ , আসতাগফিরুল্লাহ , এটা বিশ্ববিদ্যালয় ?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
134056
শেখের পোলা লিখেছেন : অবাক হবেননা এখানে শিক্ষানিয়েই এরা হবে দেশের নেতা মাথা৷
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
134385
নতুন মস লিখেছেন : জ্বি ইহা বিশ্ববিদ্যালয়।
181375
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
সজল আহমেদ লিখেছেন : চালায়া যান।পুলিইশ্শা হালাগো থোত্‍মা ফাঁডাইয়া দেন।
181384
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
মাজহার১৩ লিখেছেন : হল ছাইড়া দিলে কি লাভ হবে সাধারন ছাত্রদের । যেই লাউ সেই কদু।
সেলিম ছাড়বে ছাত্রলীগ দখল করবে। এরপরের বিড়ম্বনা ও আশে পাশে চাদাবাজীতে ব্যাবসায়ীদের ব্যাবসা লাঠে উঠবে।
ছাত্রীদের হলে এনে ধর্ষনের সেঞ্চুরী করবে?
এজন্য এত লাফালাফি কইরেন না।
সেলিম একা খাইতেছে খাকনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File