আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদন্ড দেয়া সেই বিচারক এবার নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে পরাপারে।

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ১৩ জুলাই, ২০১৭, ১০:৩৫:২৪ রাত



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬১ বছর।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক জানিয়েছেন, আনোয়ারুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৫ জুলাই সিঙ্গাপুরের হাসপাতাল থেকে দেশে আনার পর তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

না, কোন রাস্ট্রপতি তাকে প্রান ভিক্ষা দিয়ে বাচাতে পারে নি। এবার অন্যায়ভাবে রায় দেয়ার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়ে তার বিচার হবে।

কেন যেন এই খুনী ট্রাইবুনালের সব বিচারকগুলো একে একে ধংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বিচারক ।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383550
১৪ জুলাই ২০১৭ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : মৃত্যু কি কোন শাস্তি ? এটা তো অনিবার্য একটা বিষয় । যেটা খারাপ/দোষী বা ভাল/নির্দোষ মানুষ সবাইকেই ফেস করতে হবে ।

সাঈদী সাহেব কি এর বাইরে?
১৫ জুলাই ২০১৭ বিকাল ০৫:৫৯
316606
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : কিন্তু ক্যান্সার বিষয়টা?
১৬ জুলাই ২০১৭ সকাল ০৯:০৪
316609
হতভাগা লিখেছেন : একটা উসিলা মাত্র
383556
১৫ জুলাই ২০১৭ দুপুর ০২:৫২
আনিসুর রহমান লিখেছেন : Human die but their work never die and they must payback it in here and hereafter
১৫ জুলাই ২০১৭ সন্ধ্যা ০৬:০০
316607
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : True।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File