একজন ‘হাফেজ মাওলানা’ র বক্তব্য

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২১ মার্চ, ২০১৩, ১০:৫৯:১৩ সকাল

গতকাল এক অনুষ্ঠানে বিশিষ্ট আওয়ামী দালাল হাফেজ মাওলানা জিয়াউল হককে দেখলাম। লোকটা কোরান তাফসির করে সুন্দরভাবে বুঝিয়ে দিলো আল্লাহ-রাসুল নিয়ে কটূক্তির প্রতিবাদে কেন রাস্তায় নামা উচিৎ নয়। শুনে মনে হলো, কাউকে দোষ দিয়ে লাভ নেই, এই শ্রেণীর ‘হাফেজ মাওলানা’ যত বাড়বে ইসলামকে অসম্মান করে কথা বলার মানসিকতাও বাড়তে থাকবে। একজন রাজনীতিক কথাটা বললে মানা যেত। রাজনৈতিক বক্তৃতায় অনেক কিছু বলা যায়। এইসব কথা বলার জন্য আওয়ামী-বামলীগে এখন অনেক ফতোয়াবাজ তৈরি হয়েছে। কিন্তু এসব ভাড়াটে মোল্লা ‘হাফেজ মাওলানা’ লকব নিয়ে একটি খোদাদ্রোহী সরকারের পক্ষে প্রচারণায় নেমেছে, এটা বড় আশংকার কথা। ইসলামপ্রিয় জনগণ যদি এইসব ভাড়াটেদের কারণে আলেম সমাজের ইপর আস্থা হারিয়ে ফেলে, তাহলে ব্যাপারটা কত ভয়াবহ হবে- ভেবে দেখা দরকার।

ওই অনুষ্ঠানে উপস্থিত যুবদলের চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন আলাল বললেন,আপনার কথা বুঝতে পারিনি। নবীর অবমাননা হলে মুসলমান কীভাবে বসে থাকবে! এইসব হাফেজ মাওলানার চেয়ে একজন আলালের ঈমান অনেক বেশি।

বিষয়: রাজনীতি

১৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File