জাময়াতের সাথে ওলামায়ে কেরামের দ্বিমত ও ইসলাম বিরোধীদের ভণ্ডামি

লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ০৩ মে, ২০১৩, ০৬:৩০:৫৫ সন্ধ্যা

প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই জামায়াতের তাত্ত্বিক গুরু মরহুম মওদূদী সাহেবের ইসলামী কয়েকটি ব্যাপারে ব্যক্তিগত মতামত নিয়ে জামায়াতের সাথে উপমহাদেশীয় ওলামায়ে কেরামের দ্বিমত চলে আসছে। ব্যাপারগুলো সংশোধনের জন্য ওলামায়ে কেরাম মওদূদী সাহেব ও জামায়াত নেতৃবৃন্দকে বারবার অনুরোধ করেছেন। দ্বিমতগুলো তাত্ত্বিক এবং ঘোষণা দিয়েই সমাধান সম্ভব। কিন্তু তারা সাড়া দেননি। অতএব দ্বিমত রয়ে গেছে। জামায়াত যতদিন এগুলো মিটিয়ে না ফেলছে, দ্বিমত থেকেই যাবে। ইসলামের সঠিক চিন্তাধারার রক্ষক হিসেবে এই ব্যাপারগুলোতে কোন ধরণের আপোষ ওলামায়ে কেরামের পক্ষে সম্ভব নয়। তবে দ্বিমতগুলো মোটেই কোন মৌলিক বিষয়ে নয়। দ্বিমত যথাস্থানে রেখে পাকিস্তানে ওলামায়ে কেরাম জামায়াতের সাথে এক মঞ্চে কাজ করছেন। বাংলাদেশেও ওলামায়ে কেরাম প্রয়োজন মনে করলে জামায়াতের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করতেই পারেন, সমস্যা কোথায়?

এদেশের ইসলামদ্রোহী মহল, যারা ইসলামের কারণেই শক্তিশালী ইসলামী দল জামায়াতকে নিশ্চিহ্ন করতে চান, এই দ্বিমতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। চরম বাম ইসলামবিদ্বেষী নাস্তিকদের মুখে আজকাল মওদূদীবাদ শব্দটি শোনা যাচ্ছে। ব্যাপারটা খুবই হাস্যকর। ওলামায়ে কেরাম জামায়াতকে অতিউদারতা বাদ দিয়ে ইসলামের ব্যাপারে আরো কঠোর ও যত্নবান হওয়ার দাওয়াত দেন। আর ওরা চায় জামায়াত ইসলাম ছেড়ে দিক। দেশ থেকে ইসলাম বিতাড়নের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দালালরা ওলামায়ে কেরামের শব্দ ধার করে সরল মুসলমানদের ধোঁকা দিতে চাচ্ছে, ভণ্ডামি আর কাকে বলে!!

বিষয়: বিবিধ

১৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File