শবেবরাতে ভিক্ষুকদের নিয়ে ছাত্রলীগের বাণিজ্য ।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ২৫ জুন, ২০১৩, ১২:৪৩:১৫ দুপুর



শবেবরাত উপক্ষে রাজধানীতে ভিক্ষুদের ভিড় লক্ষনীয়। কিন্ত এত ভিক্ষুক আনার পিছনে ছাত্রলীগের নেতাদের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। রাজধানীর ভিক্সুকদের স্পট ভাড়া বাবদ প্রতিবার অনেক টাকা লেদেন হলেও এবার ছাত্রলীগের কিছু নেতা এখানে ভাগ বসিয়েছে। মহাখালি, মালিবাগ, আরামবাগ, ফিকিরাপুল, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরার কয়েকজন ভিক্ষুক জানিয়েছেন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা তাদেরকে জায়গা করে দিয়েছেন। তারা চাঁদা দাবি করেনি আমরা খুশী হয়ে সবাই মিলে কিছু টাকা দেবো। তাদের দয়াতেই আমরা জায়গা পেয়েছি। না হলে ঢাকার ভিখারী সিন্ডিকেটের দাপটে আমরা ঢাকার বােইরে থেকে এসে জায়গা পাই না। মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় সমন্ধে রামপুরা মসজিদের ইমাম বলেন, আজ মসজিদের বেশি মুসুল্লি আসবে, এবং তারা নরম মন নিয়ে আল্লাহ্র কাছে দোয়া প্রর্থনা করবে। এ সুজগে ভিক্ষুকরা মসজিদের সামনে ভিড় জমিয়েছে।

মহাখালি মসিদের মুসুল্লি আকাশ বলেন, সবেবরাত উপলক্ষে এলাকার ছাত্রলীগ নেতারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে গাড়ি দিয়ে ভিক্ষুক নিয়ে আসছেন। ঢাকার বাহিরে আগত ভিক্ষুকরা রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে দারিয়ে মুসুলিদের কাছ থেকে ভিক্ষা নিবে।

এদিকে আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, সবেবরাত উপলেক্ষে ঢাকা থেকে কিছু লোক গাড়ি দিয়ে গাইবান্ধার স্থানীয় ভিক্ষুকদের নিয়ে আসেন। এতে বিপাকে পড়ে যান স্থানীয় লোকজন তারা সবেবরাত উপলক্ষে ভিক্ষুদের দান করতে পাছে না।

এদিকে আমাদের টাংগাইল প্রতিনিধি ও দিনাজপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে দিনাজপুর থেকে হানিফ বাসে ৪০ জন ভিক্ষুক নিয়ে রওনা দেয়। রাস্তায় তীব্র যানযোটের কারনে হানিফ বাস ঢাকা পৌছতে পারে নাই। তারা টাংগাইলে নেমে ভিক্ষা শুরু করে।

এদিকে কাকরাইল ও পল্টনে পুলিশের নিরাপত্তার জন্য তারা মসজিদের সামনে খুব বেশি ভিড় করতে না পাড়লেও রাস্তায় রাস্তায় ঠিকই ভিড় জমিয়েছে।

আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, গত দুইদিন থেকে সাভার ও তার আসেপাশের এলাকাতে ভিক্ষুকের ভিড় জমাতে থাকে। সোমবার বিকাল থেকে ভিক্ষুকরা ঢাকার দিকে রাওনা হয়।

এবিষয়ে ডিএমপির কোন কর্মকতা মন্তব্য করতে রাজি হয়নি। মুসুল্লিরা মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় কমানোর জন্য ডিএমপির কাছে সহযেগিতা কামনা করছে।

শবেবরাত উপক্ষে রাজধানীতে ভিক্ষুদের ভিড় লক্ষনীয়। কিন্ত এত ভিক্ষুক আনার পিছনে ছাত্রলীগের নেতাদের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। রাজধানীর ভিক্সুকদের স্পট ভাড়া বাবদ প্রতিবার অনেক টাকা লেদেন হলেও এবার ছাত্রলীগের কিছু নেতা এখানে ভাগ বসিয়েছে। মহাখালি, মালিবাগ, আরামবাগ, ফিকিরাপুল, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরার কয়েকজন ভিক্ষুক জানিয়েছেন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা তাদেরকে জায়গা করে দিয়েছেন। তারা চাঁদা দাবি করেনি আমরা খুশী হয়ে সবাই মিলে কিছু টাকা দেবো। তাদের দয়াতেই আমরা জায়গা পেয়েছি। না হলে ঢাকার ভিখারী সিন্ডিকেটের দাপটে আমরা ঢাকার বােইরে থেকে এসে জায়গা পাই না। মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় সমন্ধে রামপুরা মসজিদের ইমাম বলেন, আজ মসজিদের বেশি মুসুল্লি আসবে, এবং তারা নরম মন নিয়ে আল্লাহ্র কাছে দোয়া প্রর্থনা করবে। এ সুজগে ভিক্ষুকরা মসজিদের সামনে ভিড় জমিয়েছে।

মহাখালি মসিদের মুসুল্লি আকাশ বলেন, সবেবরাত উপলক্ষে এলাকার ছাত্রলীগ নেতারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে গাড়ি দিয়ে ভিক্ষুক নিয়ে আসছেন। ঢাকার বাহিরে আগত ভিক্ষুকরা রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে দারিয়ে মুসুলিদের কাছ থেকে ভিক্ষা নিবে।

এদিকে আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, সবেবরাত উপলেক্ষে ঢাকা থেকে কিছু লোক গাড়ি দিয়ে গাইবান্ধার স্থানীয় ভিক্ষুকদের নিয়ে আসেন। এতে বিপাকে পড়ে যান স্থানীয় লোকজন তারা সবেবরাত উপলক্ষে ভিক্ষুদের দান করতে পাছে না।

এদিকে আমাদের টাংগাইল প্রতিনিধি ও দিনাজপুর প্রতিনিধি জানান, সোমবার সকালে দিনাজপুর থেকে হানিফ বাসে ৪০ জন ভিক্ষুক নিয়ে রওনা দেয়। রাস্তায় তীব্র যানযোটের কারনে হানিফ বাস ঢাকা পৌছতে পারে নাই। তারা টাংগাইলে নেমে ভিক্ষা শুরু করে।

এদিকে কাকরাইল ও পল্টনে পুলিশের নিরাপত্তার জন্য তারা মসজিদের সামনে খুব বেশি ভিড় করতে না পাড়লেও রাস্তায় রাস্তায় ঠিকই ভিড় জমিয়েছে।

আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, গত দুইদিন থেকে সাভার ও তার আসেপাশের এলাকাতে ভিক্ষুকের ভিড় জমাতে থাকে। সোমবার বিকাল থেকে ভিক্ষুকরা ঢাকার দিকে রাওনা হয়।

এবিষয়ে ডিএমপির কোন কর্মকতা মন্তব্য করতে রাজি হয়নি। মুসুল্লিরা মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় কমানোর জন্য ডিএমপির কাছে সহযেগিতা কামনা করছে।

- See more at: http://www.bengalinews24.com/national-&-special-news/2013/06/24/8538#sthash.yKS7xqmB.IOv1s4i6.dpuf

বিষয়: বিবিধ

২১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File