মিরু একবার বয়কাট ছাট দিয়েছিল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩২:১৩ দুপুর





চুলটা ওভাবে না কাটলেই পারতে

আমার ভয় করে

হাতছাড়া হবে জানি, তবে

মনে হয় গুটিয়ে আসছে সময়।

কীসব কাট দাও চুলে

গতবার দিয়েছিলে ভলিউম লেয়ার

ইমো, ষ্টেপ লেয়ার, ব্যা্ঙ্গস এসব

শব্দগুলো কবিতায় ঢুকে যাওয়া

সবই তোমার কল্যাণে।

এবার নিশ্চয় বয় কাট দিয়েছ

মানিয়েছেও তোমাকে বেশ

আর আমার ভয়টাও সেখানে।

তুমি নেমে আসো রিকশা ছেড়ে

আমি বাস ঝুলে। তবুও কতো চেষ্টা

বাস দিয়ে রিকশা ধরার। তার উপর

যদি চুলের এমন কাট হয়, রিকশায়

ঠিক মানাবেনা তোমাকে। মার্সিডিজটা

অবশ্যম্ভাবি হয়ে দাঁড়ায়। আমি রিকশা

ধরতে পারিনা মার্সিডিজ স্বপ্নেও ভাবিনা।

এভাবে চুল আর কেটনা প্লিজ। ছেড়ে দাও চুল

নেমে যাক নিচে, যতো নামতে পারে। অন্তত

যতদিন থাকো পাশে আমার হয়েই থেকো।

প্রতিবার চুল কাটো আর আামর বুক কাঁপে

প্রতিবার চুল কাটো আর বেড়ে যায় রূপ

প্রতিবার চুল কাটো আর ছেড়ে যায় ক্লাস

প্রতিবার চুল কাটো আর দূরে সরে যাও।

চুলটা ওভাবে না কাটলেও পারতে

আমার খুব অচিন মনে হয়।

বিষয়: বিবিধ

৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File