ফাতিমা (রাHappy এই জোব্বা তাবু মার্কা বোরকা পরতেন না।

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১৫ আগস্ট, ২০১৩, ১০:৩৮:৪৯ সকাল



রাসুল (সাHappy জীবিতাবস্থায় নারী-পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। নারীদের চারদেওয়ালের অন্ধকার থেকে আলোয় নিতে পথ দেখিয়েছেন। শিক্ষাদিক্ষায় পুরুষের পাশাপাশি নারিকেও আলোকিত হতে বলেছেন, রাসুল যুদ্ধ ক্ষেত্রে নারীদের নিয়ে গিয়েছেন; তিনি নারীকে আলোর পৃথিবীতে বাঁচার আশ্বাস দিয়েছিলেন; প্রেরণা যুগিয়েছিলেন। তার কন্যা ফাতিমা (রাHappy এই ধরনের জোব্বাজুব্বা তাবু মার্কা বোরকা পরতেন না। ফাতিমা (রাHappy এর পোশাক এখনো যাদুঘরে সোভা পাচ্ছে। ইসলামের ইতিহাসে এমন বোরকা কোথাও দেখা যায় না। রাসুল (সাHappy কোরআনের নির্দেশ অনুযায়ী চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখতে বেলতেন। কিন্তু রাসুল (সাHappy যেই মারা গেলেন এই আরব বর্বররা তাবুটাইপ বোরকা,নিকাব,সায়লা চালু করে নারীকে আবার কবরের অন্ধকারে নিক্ষেপ করলো। অবশ্য এই গুলো করে তারা নারীদের সাথে কোরআন পরিপন্থী কাজ করেছে। কোরআনের সূর নূর ও সূরা আহযাব পড়লে পর্দা করার যে বিষয়টি দেখতে পায় তা এই ছবির বোরকার কথা বলেন নাই। আল্লাহ্ সকলকে কোরআনের আলোয় চলার তৌফিক দান করুন----আমেন

বিষয়: বিবিধ

১৮৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295513
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File