পীরের মেলা

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৩ জুন, ২০১৪, ০৪:৪১:০৭ বিকাল

রাজারবাগী, কুতুববাগী, চর্ম নাই,

ধর্ম নিয়ে ব্যবসা ছাড়া

এদের কোনো কর্ম নাই।




হাঁটা পীর, পাগলা পীর,

মাছ পীর, গাছ পীর,

লম্বাচুলের ঝঁটাধারী

গন্ধযুক্ত খবীস পীর।

মাইয়া পীর, বাচ্চা পীর,

শশ্রূবিহীন নায়ক পীর,

উদোম গাঁয়ের ন্যাংটা পীর,

দেশ জুড়ে পীরের ভীড়।




কদম আলীর শখের গাধা

অক্কা পেয়ে গিধাশাহ পীর,

চাল ব্যবসায়ী মরে গিয়ে

নাম হয়ে যায় চাল মিয়া পীর।




দেওয়ানবাগী, আটরশি, মাইজভান্ডারী,

উৎস কোথায়? আয়েশী বাড়ি, দামি গাড়ি!

চোরাচালান, হোটেল ব্যবসা আরো আছে মদ - নারী।

পুঁজি ছাড়া আয়েশী আয়,

কষ্ট করে কে খেতে চায়?

দেশজুড়ে তাই পীরের হাট,

ব্যবসাটা বেশ জমজমাট।

ভন্ডপীরের মুরীদকুল

ভাঙবে কবে তোদের ভুল?

শিরকী কুফরীর পরিণাম

আখিরাতে জাহান্নাম।

বিষয়: সাহিত্য

২৮১৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230069
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
পললব লিখেছেন : Bee Bee Bee
230073
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
ইমরান ভাই লিখেছেন : পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর পীর সব গুলাই ভন্ড পীর।
At Wits' End At Wits' End At Wits' End

ধর ধর ধর ধর পীর ধর,
চোরের মতো পীর ধর।
Big Grin Big Grin Big Grin

মার মার মার মার,
চোরের মতো পীর মার।
Big Grin Big Grin Big Grin
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৯
176850
আহমদ মুসা লিখেছেন : এক্সপ্রেশনটা একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে না?
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৯
176852
প্রেসিডেন্ট লিখেছেন :
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১২
176854
প্রেসিডেন্ট লিখেছেন : হাফপ্যান্ট পীর পালায়...


০৩ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
176863
প্রেসিডেন্ট লিখেছেন : ‍‍"সব পীর ভন্ড "- এভাবে বলাটা সমর্থন করিনা।

কিছু পীর(জনগণ তাঁদের পীর বলে বিধায় ইচ্ছে করলেও তাঁরা এটা বাদ দিতে পারছেননা) আছেন যারা শিক্ষক অর্থে পীর। ছাত্রদের কুরআন হাদীসের বিশুদ্ধ বাণী শিক্ষা দেন, শিরক বিদআত নির্মূলে কাজ করেন। দেশব্যাপী দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন।

উদাহরণ হিসেবে বলা যায়ঃ বায়তুশ শরফ পীর, ফুরফুরার পীর।
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:৩৩
176866
ইমরান ভাই লিখেছেন : এতো কিছু সংস্করণ হয় তারা পীর নামটা চেঞ্জ করে সংস্করণ করলেই তো আর এই ভন্ডামিতে পড়েনা।

তদেরকে সাজেস্ট করেন পীর শব্দ তাদের নামের পিছনে লাগালো বাদ দিক। Rolling Eyes Rolling Eyes
230079
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
আরো আছে মদ - নারী।
এটাইতো পীর গিরী Day Dreaming Day Dreaming
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৪
176855
প্রেসিডেন্ট লিখেছেন : আরো আছে মদ - নারী।
এটাইতো পীর গিরী। হুম ১০০%।
230081
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০২
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধর ধর ধর ধর পীর ধর,
চোরের মতো পীর ধর।
মার মার মার মার,
চোরের মতো পীর মার।
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১২
176853
প্রেসিডেন্ট লিখেছেন : হাফপ্যান্ট পীর পালায়...


230086
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৭
আবু আশফাক লিখেছেন : পীর নিয়ে অসাধারণ ছড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।


০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
176856
প্রেসিডেন্ট লিখেছেন : আপনাকে আমার পোস্টে স্বাগতম আশরাফের আব্বু।
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৯
176860
প্যারিস থেকে আমি লিখেছেন : বুঝলাম না,ওনার নিক আবু আশফাক। হতে পারেন তিনি আশফাকের আব্বু, আপনি বলছেন আশরাফের আব্বু।:Thinking :Thinking :Thinking
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:২৪
176861
প্রেসিডেন্ট লিখেছেন : চরি। মিচটেক, মিচটেক!Tongue
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
177348
আবু আশফাক লিখেছেন : আমি যেটা বলতাম সেটা তো হয়াই গেছে গা।
230092
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :



দু'দিনের এ দুনিয়াতে বসিছে এক পীরের মেলা
রঙ বিরঙের ব্যবসা ফেদে করছে প্রতারণার খেলা
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
176857
ইমরান ভাই লিখেছেন : দারুন হইছে,,,Love Struck
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১৭
176858
প্রেসিডেন্ট লিখেছেন : ওয়াও! গ্যাঞ্জাম খান দারুণ ছন্দ দিয়েছেন। ধন্যবাদ লন হে ভ্রাতা!
230110
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
পীরকে নিয়ে লিখছো প্রেসি..
বুঝবে তুমি বুঝবে
সকল পীরে হেক্কা মেরে
যখন একটা ফুকবে। Thumbs Up Thumbs Up Thumbs Up
230112
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
প্রেসিডেন্ট লিখেছেন : ‍‍"সব পীর ভন্ড কিনা"- এটি বিতর্কের বিষয়।

কিছু পীর(জনগণ তাঁদের পীর বলে বিধায় ইচ্ছে করলেও তাঁরা এটা বাদ দিতে পারছেননা) আছেন যারা শিক্ষক অর্থে পীর। ছাত্রদের কুরআন হাদীসের বিশুদ্ধ বাণী শিক্ষা দেন, শিরক বিদআত নির্মূলে কাজ করেন। দেশব্যাপী দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখেন।

উদাহরণ হিসেবে বলা যায়ঃ বায়তুশ শরফ পীর, ফুরফুরার পীর।
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৫১
178531
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত, আপনার উল্লেখিত আলেমরা পীর নামে পরিচিত হলেও তারা ভূয়া পীর নন। আসলে তারা তথাকথিত পীরই নন বুজুর্গ আলেম।
230113
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
নেহায়েৎ লিখেছেন : পীর শব্দটি ফারসী শব্দ। এটি আরবী শব্দ নয়। কুরআন হাদিসের পরিভাষার অন্তর্ভুক্ত কোন শব্দও নয়। ব্যবহারিকভাবে মানুষের বয়স বেশি হয়ে গেলে সেই বৃদ্ধ বা বৃদ্ধাদের উভয়কে পীর বলা হয়। পারস্যের অগ্নিপূজারীদরে পূরোহিতকে বলা হয় পীরে মুগাঁ। মুগঁ এর বহুবচন মুগাঁ-মানে অগ্নিপূজারীগণ। পীরে মুগাঁ মানে অগ্নি পূজারীদের পীর। ফারসী ভাষায় পীরে মুগাঁর অর্থ করা হয়েছে "আতাশ পোরস্তুকা মুরশেদ" অর্থাৎ অগ্নিপূজারীদের পীর। তবে মুগাঁরা যখন তাদের পীরকে ডাকেন তখন পীরে মুগাঁ বলে ডাকেন না, পীর বলেই ডাকেন।
আবার পানশালার মদ বিক্রেতাকেও পীরে মুগাঁ বলা হয়। কারণ সুফীবাদীরা আধ্যাতিক প্রেমকে রূপকভাবে মদরূপে অভিহিত করে, উক্ত প্রেমরস-পরিবেশককে পীর বা 'শুড়ী মশাই' নামে অভিহিত করে থাকেন। খৃষ্টানদের পাদরী, হিন্দুদের পুরোহিত এবং বৌদ্ধদের ভিক্ষু বলতে যা বুঝায় পীর বলতে ঠিক তাই বুঝায়।

কবি বলেছেন...
বমায়ে শাজ্জাদাহ‌ রঙ্গীন কুন
গিরাত পীরে মুগাঁ গোয়াদ
সে সালেক বেখবর নাবুদ
যে রাহে রাস‌মো মান‌যালহা।
অর্থাৎ পীরে মুগাঁ অর্থাৎ শুড়ি মশায় যদি বলেন, তাহলে তুমি জায়নামাজকে মদের দ্বারা রাঙিয়ে তুলো। কেননা পথের সন্ধান গুরুজী ভালভাবে অবগত আছেন। এই কবিতায় শুঁড়ি মশায়কে পীরে মুগাঁ বলা হয়েছে।
পীর, পুরোহীত বা পাদরী এর কোন প্রতিশব্দ কুরআন-হাদীসে নেই। আবু বকর, উমর, উসমান, আলী (রাঃ) প্রমুখ সাহাবীগণও কেউ কোনদিন পীর বলে দাবী করেননি। তাবেয়ীনদের যুগে পীরের অস্তিত্ব ছিলনা। ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমাদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসায়ী, ইমাম তিরমিযী, ইমাম ইবনু মাজাহ (রহ.) প্রভৃতি মহামতি ইমামগণও পীরগিরি করেননি। কোন‌ কুক্ষণে পারস্যের অগ্নি পুঁজারীদের সেই পীর তাওহীদবাদী মুসলিম সমাজের ঘাড়ে-গর্দানে জগদ্দল পাথরের মত চেপে বসল- তা ভেবে কুল পাওয়া যায়না। আরবী ভাষায় উসতায ও নেতাকে শাইখ বলা হয়।
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:৪৬
176867
প্রেসিডেন্ট লিখেছেন : ব্যবহারিকভাবে মানুষের বয়স বেশি হয়ে গেলে সেই বৃদ্ধ বা বৃদ্ধাদের উভয়কে পীর বলা হয়। আবার ব্যবহারিকভাবে শিক্ষক অর্থেও পীর শব্দটি ব্যবহৃত হয়।

সুতরাং শিরক বিদয়াত মুক্ত পরিবেশে সেসব অর্থে এটা ব্যবহার দোষনীয় মনে হচ্ছেনা। তবে বর্তমান পরিস্থিতিতে না করাটাই উত্তম মনে করি।
১০
230138
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
শেখের পোলা লিখেছেন : পীরের হাট বসেছে,
আয়রে সবে আয়,
করলে সালাম,লাগেনা দাম,
মাগনা পাওয়া যায়৷
১১
230156
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
শুভ্র আহমেদ লিখেছেন : মজা পাইলাম, মেলা মানেই আনন্দ।
১২
230167
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার সত্যি কথা!!
আমিও পির হতে চাই। বেকার মানুষের জিবনে আর কি করার আসে????

বিনা মুলধনের ব্যবসার সবচেয়ে বড় সুযোগ।
পির ব্যবসা।
১৩
236390
১৮ জুন ২০১৪ রাত ১১:৪৬
দ্য স্লেভ লিখেছেন : আমি তো শুন পিরেরা দেখতে নূরানী হতে হবে। কিন্তু দেখতে তো একেবারে ক্ষেত খামারে কাজ করে মনে হচ্ছে। চেহারা বলে দিচ্ছে হাভাতে ছাগল টাইপের লোক। যেভাবে সেজদাহ গ্রহন করছে তাতে হাসি লাগছে। সে তো পিরের স্টাইলও বোঝে না,পীর হইলো ক্যামনে ??? Happy
৩০ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
186365
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
240159
৩০ জুন ২০১৪ রাত ০১:০৬
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগলো.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File