মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ১৬ মে, ২০১৫, ০৩:২৫:৪৪ দুপুর

মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে

আমার জানতে ইচ্ছে করে

কানা মিজানের মুখের বুলি

নাকি হতভাগা লাশের মাথার খুলি?




তুমি নাকি জাতিসংঘের আদুরে বুলি,

পশ্চিমাদের কৌশলী গালি।

আমার জানতে ইচ্ছে করে

মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে

আমার জানতে ইচ্ছে করে

মানবাধিকার তুমি কি?



গণহত্যায় উস্কানি আর বৃক্ষের জন্য মায়াকান্না

মানবাধিকার তুমি আজ মজলুমের উচ্চারিত তীব্র ঘৃণা।



আমার জানতে ইচ্ছে করে

মানবাধিকার তুমি কি বড় জানতে ইচ্ছে করে

আমার জানতে ইচ্ছে করে

মানবাধিকার তুমি কি?

কারো জন্য তুমি ভেবে পেরেশান,

কারো জন্য কুম্ভকর্ণের নিদ্রাগমন।

মানবাধিকার তুমি বড্ড সাম্প্রদায়িক,

ধিক ধিক তোমাকে শত হাজার ধিক।।



বিষয়: সাহিত্য

১৭৪৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320355
১৬ মে ২০১৫ দুপুর ০৩:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানবাধিকার এখন দানবদের হাতের অস্ত্রে!
১৬ মে ২০১৫ বিকাল ০৪:৩৫
261446
প্রেসিডেন্ট লিখেছেন : রাইট।
320365
১৬ মে ২০১৫ বিকাল ০৪:০৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের লোকদের সমস্যা কি এখানে ? এরকম কষ্ট করার চেয়ে দেশে কি মাটি কামড়ে পড়ে থাকতে পারতো না ?

বিদেশে অবৈধ পথে গেলে তো এরকম আরও অনেক কষ্টে পড়তে হয় , এটা জেনেও এখন কেন কাহিনী ফাঁদা হচ্ছে ?

পরিবারের সমস্ত সম্পদ উজাড় না করে তার অর্ধেকও যদি দেশে ব্যব হার করতো তাহলে এরকম দিন দেখতে হত না ।

দেশে থাকার সময় কাজ কর্মের কোন বালাই ছিল না , পায়ের উপর পা তুইলা খাইছে । টাকা পয়সা উড়াইছে ।

এরকম কষ্ট করে প্রস্রাব খেয়ে বিদেশে যেতে হবে কেন ? দেশকে ভাল লাগতে ছিল না ?

আবার এসব কষ্টের কথা বেশ জোর করে বলে ! এদের বিন্দুমাত্র দেশপ্রেম এবং আত্মমর্যাদা আছে বলে মনে হয় না ।

এসব আকাইম্যার ধাড়িদের এরকমই হওয়া উচিত।
১৬ মে ২০১৫ বিকাল ০৪:৩৪
261445
প্রেসিডেন্ট লিখেছেন : একজন নারী ধর্ষিতা হলো। একশ্রেণীর সমালোচক তখন তৈরী হয়ে যায় যারা বলে-নারী কেন ঠিকমত পর্দা করলো না? যেন ধর্ষণ কোন অপরাধ নয়। উল্টো ভিকটিমকেই দায়ী করা হয়।

আপনার যুক্তিটিও তেমন আবালীয়।

১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১০
261459
হতভাগা লিখেছেন : উনাদের চাকরীর ব্যবস্থা করে দেন আর ভিকটিম ধর্ষিতাদের পক্ষে মাঠে নামুন ,তাদেরকে বোরকা-হিজাবের ব্যবস্থা করে দিন ।
দেখেন উনারা আপনার সাথে থাকে কি না । নাকি আপনাকে আবাল প্রমান করে দেয় ।
320378
১৬ মে ২০১৫ বিকাল ০৫:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বর্তমান দুনিয়াতে মুসলিমদের জন্য কোন মানবাধিকার নাই, আছে ধানবাধিকার, যেইটা ধানবদের জন্যই প্রযোজ্য, মানবদের জন্য না।
১৬ মে ২০১৫ রাত ০৯:৪৮
261492
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর মন্তব্য , মানবধিকার না দানবাধিকার ..ভালো লাগলো
320381
১৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৪
egypt12 লিখেছেন : তুমি মুসলিম হলে মানবাধিকার অচেনাই থাকুক
320393
১৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : মানবধিকার সেতো দানবের হাতে,
মুমিনের তাতে নাই অধিকার৷
মুমিনের ভার আল্লারে দেন,
সাথে নিন ইমানের হাতিয়ার৷
৩০ মে ২০১৫ বিকাল ০৪:৪৬
264881
প্রেসিডেন্ট লিখেছেন : জি,যথার্থ বলেছেন। মুমিনের জন্য এক আল্লাহই যথেষ্ঠ।
320420
১৬ মে ২০১৫ রাত ০৯:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে জানাই ধন্যবাদ। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ঠিকই বলেছেন, “মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।” তাই বলা যায় নিষ্ঠুর এ পৃথিবীতে আল্লাহর সাহায্য ছাড়া আর কোন পথ নেই। আর সাহায্যের উপযুক্ত হওয়ার জন্যও দরকার প্রয়োজনীয় গুণাবলী..
320421
১৬ মে ২০১৫ রাত ০৯:৪৮
322032
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৩৮
খান জুলহাস লিখেছেন : গরীব এবং মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।
322650
২৬ মে ২০১৫ বিকাল ০৪:১৪
ইবনে আহমাদ লিখেছেন : চমতকার হয়েছে। সময়কে ধারণ করে কবিতার বিষয়।আপনার কবিতার প্রথম অংশ ফেবুতে দিলাম। দোয়া করবেন।
৩০ মে ২০১৫ বিকাল ০৪:৪৫
264880
প্রেসিডেন্ট লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File