প্রেসিডেন্ট এর অংক কেলাশ

লিখেছেন লিখেছেন প্রেসিডেন্ট ০৭ জানুয়ারি, ২০১৪, ০১:০৪:৩৯ দুপুর

আসুন কিছু অংক কষি সদ্য সমাপ্ত জাতীয় বিনোদন নির্বাচন নিয়ে। বিনোদন নির্বাচন নিয়ে একটু বিনোদিত করার চেষ্টা আরকি! অংক কষার আগে কিছু তথ্য দিই।

-নির্বাচনে ৪২টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি।



-মিরপুরের একটি কেন্দ্রে মাত্র 51 ভোট পেয়ে বিজয়ী কামাল।

-মিরপুর এর অপর একটি কেন্দ্রে 12 টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 1 টি।

-বিতর্কিত নির্বাচন নিয়ে হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়।

-টেলিভিশনগুলোর লাইভ সম্প্রচার হতে প্রাপ্ত তথ্য মতে সর্বনিম্ন 0 হতে সর্বোচ্চ 20 শতাংশ এবং গড়ে 5 শতাংশ ভোট পড়েছে জালভোট ও নাবালক ভোটসহ।



-নির্বাচনে ভোট পড়েছে 10 শতাংশের ও কম (জাল ভোট সহ)।- ফেমা (দেশীয় পর্যবেক্ষণ সংস্থা)।

-কম ভোট পড়ার বিশ্বরেকর্ড হয়েছে- নিউইয়র্ক টাইমস।

- 2 দিন পর বিনোদন কমিশন এর গায়েবী তথ্য- ভোট পড়েছে এক কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭৭৫। ভোটের হার 39 শতাংশ।

- উল্লেখ্য, দেশে মোট ভোটার সংখ্যা 9 কোটি 15 লাখ এবং সদ্য সমাপ্ত নির্বাচনে ভোটাধিকার প্রাপ্ত ভোটার সংখ্যা 4 কোটি 40 লাখ।

এবার অংক কষি।

--- তর্কের খাতিরে ধরে নিই, প্রতি কেন্দ্রে গড়ে 300 ভোট পড়েছে (যদিও প্রকৃতপক্ষে এর অর্ধেকও হয়তো পড়েনি)। তাহলে 18,000 কেন্দ্র X 300 ভোট/কেন্দ্র = 54 লাখ ভোট। (ভোট কেন্দ্র হিসেব কষার সুবিধার্থে রাউন্ড ফিগার রাখলাম)।

মোট ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত = 54 লাখ/9 কোটি 15 লাখ = 5.88 %

ভোটাধিকারপ্রাপ্ত ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত = 54 লাখ/ 4 কোটি 40 লাখ = 12.27%

---- ইসির বানোয়াট তথ্য আমলে নিলে ও মোট ভোটারের সাথে প্রাপ্ত ভোটের অনুপাত

= 1 কোটি 65 লাখ/9 কোটি 15 লাখ = 18.03 % ।

ভোটের টার্নওভার হিসেব করতে অবশ্যই সকল ভোটারকে হিসেবে আনতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে যাদের তাদেরকে হিসেব হতেও বঞ্চিত করা হচ্ছে কোন বিবেচনায়?



বিষয়: বিবিধ

২৩৭৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159909
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
আজব মানুষ লিখেছেন : নোবেল না পাইলেও এইরাম একখান জটিল অংক কষার দরুণ আপনাকে বাকশালীয় সরকার বাহাদুর ঝুলানোর ব্যবস্থা করবে। সো সাবধান আবীরের বাপ Winking
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
114375
সিটিজি৪বিডি লিখেছেন : আবীরের বাপ সাবধান করেছে নানাভাই----হাহাহা--আমরা (প্রবাসীরা) ভোটার নই বলে আমাদের কোন টেনশন নাই।
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৩
114376
প্রেসিডেন্ট লিখেছেন : Surprised Surprised Worried Worried MOney Eyes MOney Eyes
159910
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
বাকপ্রবাস লিখেছেন : দিল্লির মন যা চাই
ভোটের হিসাব ঠিক তাই
যতই আমরা অংক করি
ফলাফল একটাই
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
114377
প্রেসিডেন্ট লিখেছেন : সেটাই হচ্ছে আসল কথা।
159915
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩০
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
114378
প্রেসিডেন্ট লিখেছেন : :Thinking :Thinking :Thinking
159928
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
নেহায়েৎ লিখেছেন : জটিল অংক হইছে। তবে এই অংক নিয়ে ওদের কোন মাথা ব্যাথা নাই তাল গাছ ওদের!!!‍ একটা ব্যাপার লক্ষ্য করেছেন এবার এবার ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও কুকুরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
114385
প্রেসিডেন্ট লিখেছেন : কুকুর বাস্তবতা উপলব্ধি করতে পারছে, সরকার পারেনি।
159930
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৫
চোরাবালি লিখেছেন : আশ্চর্য কথা!!!!! ইসি হলেই কি অংক ক্লাসে পাস করতে হবে নাকি????
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
114384
প্রেসিডেন্ট লিখেছেন : ইসি নয় ছিইছি !!
159976
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : ভালো লাগলো
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫২
114413
প্রেসিডেন্ট লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File