এবার তবে বিদায়!

লিখেছেন লিখেছেন জোছনার আলো ১৮ জুলাই, ২০১৪, ০৭:৩৬:১৭ সন্ধ্যা



এখন তবে বিদায়।

মহাকালের স্রোতে হারিয়ে যাবার ডাক এসেছে ,

নীড়ের পাখিরা নীড়ে ফিরেছে,

গোধুলীর আলো বিলীন হয়েছে,

এবার তবে বিদায়।

থেকে যাবো?

তা কি করে হয়!

যেতে না চাইলেই কি, থেকে যাওয়া যায়?

সময়ের স্রোতে কত খড়-কুটো বিলীন হয়।

সব কি আর স্থায়ী রয়?

হিসেবের খাতা?

লেন-দেন তো সব হয়ে এলো শেষ,

জীবন তো কেটেই গেলো বেশ,

সন্ধ্যার ক্ষীণ আলোর আছে কিছু রেশ।

বন্ধ হবে বুঝি চোখের পাতা!

বিষয়-আশয়?

সবই দিয়ে যাচ্ছি পৃথীর তরে

যা কিছু জমিয়ে ছিলাম থরে থরে

থাকলো আজ সবই এখানে পরে

জীবনের হলো শুধু ক্ষয়।

এবার তবে বিদায়।

কথা দিয়ে এসে ছিলাম অন্তঃযামীর কাছে,

ছিড়ে ফেলে সব মায়াজাল মিছে,

আবার ফিরে যাবো তারই কাছে।

বিদায়!

এবার তবে বিদায়।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245794
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
245834
১৮ জুলাই ২০১৪ রাত ০৯:৫৫
নীলসালু লিখেছেন : ভালো লাগলো পড়ে
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১৩
190895
এবেলা ওবেলা লিখেছেন : ভাই ইদানিং ফেবু ছেড়ে ব্লগে সময় দিছেন বেশি -- বিষয় টি কি :Thinking :Thinking ব্লগে কি কারো প্রমে পড়েছেন নাকি ?Worried Worried
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১১
234672
নীলসালু লিখেছেন : কয়কি!
245840
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১৫
এবেলা ওবেলা লিখেছেন : ভালো লেগেছে --- ধন্যবাদ --
245857
১৮ জুলাই ২০১৪ রাত ১১:১১
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : সুন্দর! ভালো লাগলো ।
262894
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৩
সায়িদ মাহমুদ লিখেছেন : সত্যি অসাধারণ হয়েছে শব্দের শেলিতে মুগ্ধ হলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File