ঢাবিতে চুরি হওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে....

লিখেছেন লিখেছেন নীলসালু ২৩ নভেম্বর, ২০১৬, ০৪:০৩:৪৫ বিকাল



প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি, মার্গারিটা কুয়েলানারির ক্যুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।

ব্যাগ হারিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। মোবাইল ফোন ও আইপ্যাডসহ গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে ধরে রাখতে পারেননি চোখের জল।

লৌহমর্ষক এই চুরির ঘটনা ধরা পড়েছিলো একটি ছবিতে, সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে রাষ্ট্রদূতের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ সেই ছেলেকে ধরতে পারেনি এবং ব্যাগ উদ্ধার করতে পারেনি।



তারপর সেই ব্যাগটি আওয়ামীলীগ নেতা আফ্রিকান মাগুর খ্যাত কালা নাজমুলের হাতে দেখা গেছে। (দেখুন ছবিতে)



গোপন সূত্রে জানা গেছে, নাজমুল সেই ব্যাগ রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুখ্যাত ধাক্কাধাক্কি বিজ্ঞানী মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখার কাছে হস্তান্তর করেছে। (ছবিতে দেখুন)



এই মুহুর্তে রাষ্ট্রদূতের ব্যাগটি মখার হেফাজতে রয়েছে বলেই আমরা নিশ্চিত।

অথচ আমাদের পুলিশ এখনো ব্যাগটি উদ্ধার করে আমাদের বাঙালি জাতিকে এই নরকীয় লজ্জার হাত থেকে রক্ষা করছে না।

বিষয়: বিবিধ

৩৬১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380014
২৩ নভেম্বর ২০১৬ রাত ১১:০৩
আফরা লিখেছেন : ঐ ছেলেটার হাত থেকে কালা নাজমুলের হাতে গেল কি ভাবে !!
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
314606
নীলসালু লিখেছেন : ছেলেটা কালা মাগুরের লোক Winking
380025
২৪ নভেম্বর ২০১৬ রাত ১২:৫১
কুয়েত থেকে লিখেছেন : ছিলোতো বেগটি ছোরের হাতে তা ডাকাতদের হাতে গেলো কি ভাবে উদ্ধার করা যাবেতো..? বাঙালি জাতিকে এই লজ্জার হাত থেকে রক্ষা করা যাবেতো..? অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
314607
নীলসালু লিখেছেন : উদ্ধার হয়েছে
380067
২৪ নভেম্বর ২০১৬ রাত ০৮:০২
হতভাগা লিখেছেন : ব্যাগ তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ব্যাগের ভিতরের জিনিসগুলো ।

পড়াশুনাতে না হলেও চুরিচামারিতে ঢাবি এখন চোরচোট্টাদের পছন্দের ভেন্যু হিসেবে টপ এ আসবেই
381015
৩০ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:০৯
চেয়ারম্যানের বউ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File