না আর এসো না

লিখেছেন লিখেছেন নিক্সাশী ০৯ জানুয়ারি, ২০২০, ১০:৩২:৩০ রাত

আর এসো না, একদম না, মোটেও না,

লোকের কথার খাঁজনা শোধ করতে পারছিনা,

বিভৎস মানুষগুলো কানাকানি করে,

চোখের লজ্জা আর মানছে না।

কি ভালো, কি খারাপ, কিসে হয় প্রেম,

যারা জানেনা কিছু তারাও দাত কেলায়,

জানার কোন কাজ নেই লোকে ভাসাবে কথা নিন্দার ভেলায়,

আর এসো না বারন করছি তোমায়।

আসার যদি ইচ্ছে হয় স্বপ্নে এসো,

চুপি চুপি গোপনে পরশ নিও,

হও কল্পনা সেটাই ভালো

তবু লোকের আড়ালে এসো,

এসো হয়ে গাঢ় রাত নিকষ কালো,

কথা শোন,

এসো না আর এসো না অবেলায়।

না হয় জমবে কিছু স্মৃতি,

কিছু অভিমান,

ঝগড়া করার মত কিছু বিদ্বেষ,

তা বাড়ুক বাড়তে দাও;

বাড়তে বাড়তে ছুয়ে যাক আকাশের মেঘ,

তবুও গোপন থাকো লোকের চোখে,

শর্ত দিলাম এসো না এসো না বাড়তে দাও কিছু ক্ষোভ।

এসো না ঘরের কাজ ছেড়ে,

পরিবারের গাল শুনে,

জিদের পাহাড় নিয়ে এসো না,

নিন্দুকের সাথে তোমার পার্থক্য বুঝতে দাও,

এসো না আর এসো না ফিরে যাও স্বাভাবিক পরিবেশে।

বিষয়: সাহিত্য

৩৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File