বাবার কাছে কিশোরী নিরাপদ না থাকলে তাহলে থাকবে কার কাছে!?

লিখেছেন লিখেছেন Ruman ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০২:৫৯ সন্ধ্যা

কুলাঙ্গারটা আর্মি রিটার্ড অফিসার! দিনের পর দিন মায়ের অগোচরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে। এর আগে ১৩ বছরের একটি কাজের মেয়েকে একাধিবার ধর্ষণ করার প্রমাণ পাওয়ায় স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, কিন্তু স্বামী তাকে ঝুলিয়ে রাখে! মেয়েকে তার বাড়ীতে রেখে......

বিষয়টা মা জানার পর খিলগাঁও এবং হাতিরঝিল থানায় মামলা করেও কোন ফল পায়নি। বরং বেয়াদব পুলিশরা কুলাঙ্গার স্বামীর তোষামোদ করেছে!

..

ডাক্তারি রিপোর্ট পাওয়ার আগ পর্যন্তও মহিলা ভেবেছিল-বাবা যতোই খারাপ হোক, সন্তান তার কাছে নিরাপদ। কিন্তু........

মহিলাটি খুব ভয়ে এবং শঙ্কিত নিজেকে নিয়েও। সেখানে ন্যায় বিচার পাওয়া বড্ড মুশকিল! সেজন্য মহিলা দৃঢ়কণ্ঠে জানান দিয়েছে-"আইন আমাকে সহযোগিতা না করলে- I will kill myself"-মানুষ কতোটা বেদনায় কাতর হলে এমন কথা বলতে পারে চিন্তা করুন!

..

সাংবাদিকদের প্রায় দশমিনিটের সাক্ষাৎকারে মহিলাটি নিজের চেহারা ক্যামরার সামনে প্রকাশ করেননি। কুলাঙ্গার স্বামীর নামটাও বলছে না। কেবল বলছে-হাসপাতাল থেকে জেনে নিয়েন।

মহিলার দুঃখ ভারাক্রান্ত কথাগুলো যেকারো বিবেকে নাড়া দিলেও, যেকারো চোখে অশ্রু ঝরাতে পারলেও আমাদের কথিত ন্যায়ালঙ্কারদের পাষাণ হৃদয়ে কি ন্যায়বিচার করার জন্য মমতা জেগে উঠবে!? অন্যায় থেকে দায়িত্ববোধ কি ফের বিদ্রোহ করে উঠবে??

বিষয়: বিবিধ

৮৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File