বিয়ে...১

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭:২৫ রাত



আমরা বিয়ে অনুস্টান করি, আপনারা আপনাদের পরিবারকে পরামর্শ দিবেন, সামর্থ্যের বাহিরে গিয়ে যেন বিশাল ভাবে যাক ঝমক আয়োজন না করে, অনুস্টানকে বিশাল করতে গিয়ে ২০-২৫ লক্ষ টাকা বা কোটি টাকা লোন নিবেন না,

অনেক সময় দেখা যায় একটি বিয়েতে ৬-টি ৭টি আলাদা আলাদা অনুস্টান হয়, একটা মেহেদি পার্ট ওয়ান অন্যটা মেহেদি পার্ট টু, তারপর রিসেপশন পার্ট ওয়ান রিসেপর্শন পার্ট টু, চলতেই থাকে

উদ্দেশ্যটা কি? আমাদের বিয়েটা অন্য সবার বিয়ের চেয়ে আলাদা হতে হবে। উনি এইভাবে অনুস্টান করেছে আমি যদি এইরকম না করি তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? চাচা কি বলবে দাদি কি বলবে, আরও একজন কি বলবে এটাকে আমরা এতবড় করে দেখি যে একজন নবদম্পতী জীবন শুরু হয় ৠণের এক প্রকন্ড বুঝা নিয়ে,

আপনার কি জানে বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ হলো একটি হচ্ছে আর্থিক সংকট, আমরা সেচ্ছায় এইরকম আর্থিক সংকটের দিকে ঠ্যালে দিচ্ছি।

কেন? কারণ লোকে কি বলবে! আপনার উপর আসলে এইসব বুঝা চাপিয়ে দেলো কে?

অতচ আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে তাকিয়ে দেখলে দেখবেন সবকিছু কতটা সোজা।

আমার একজন ভাল বন্ধু হলেন মেহদী ইমাম ঈসা, তা আমি একদিন আসরের পর মাগরীবের নামাযের জন্য অপেক্ষা করছিলাম এমন সময় একটা লোক এসে বলল শেখ আমি বিয়ে করবো,

শেখ বললেন ঠিক আছে, লোকটি আবার জিগ্যেস করলো আমি কি মাগরীবের পরে আসবো? শেখ বললেন ঠিক আছে,

আমি অবাক হয়ে সবকিছু দেখতে থাকলাম মাগরীবের কিছুক্ষণ পর ৮-১০জন লোক আসলো, এর মধ্যে জিনি বিয়ে করবেন উনি আসলেন।

উনার গায়ের কাপড়ে রক্ত মাখা ছিল কারণ কি? সেদিন রাতে যে বিয়ের খাওয়া দাওয়া হবে সেই পশুটি উনি নিজে হাতে জবাই করেছিলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অনুস্টানটি সম্পূর্ণ শেষ হয়ে গেলো। সবাই কোলাকুলি করলাম বাস শেষ হয়ে গেলো বিয়ের অনুস্টান,❤️❤️

চিন্তা করে দেখুন কত সহজ আমাদের ধর্ম আর কত সুন্দর একবার ভাবুন আসলে আমরা নিজেরাই নিজেদের জন্য সবকিছু জটিল করে দিয়েছি,

আর অশান্তি যন্ত্রণা দায়ক আমাদের উপর আমরাই ডেকে এনেছি, লক্ষ করে দেখুন এইরকম লোক দেখানো বিয়েতে কত গুলি ঝগড়া হয় কতজন নানান ধরেছে বিরুপ মন্তব্য করে বসে।

আপনি যতই তাদের খুশি করতে যাবেন দেখবেন মানুষ বাজে মন্তব্য করবেই হয়তো আপনার পড়নের জামা নিয়ে বা খাবার নিয়ে এটা নিয়ে ঐটা নিয়ে।

অতচ আল্লাহ তাআলা বলেন ইসলামের এইসব নিয়ম কানুনের উদ্দেশ্য হলো আমাদের জীবনকে আরও সহজ করে দেওয়া....... কিন্তু না আমরা এইসব সহজ জিনিস মানতে রাজি নই অফসোস এইসব মুসলিমদের জন্য

বিষয়: বিবিধ

৫৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386516
২৫ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৭:৩২
রাশেদ বিন জাফর লিখেছেন : মাশাআল্লাহ খুব ভালো একটি লেখা।
#আপনি ঠিকি বলেছেন যে, অধিকাংশ মানুষই "মোহরানা" ঋনের উপর নবদাম্পত্য জীবন শুরু করে। যা মুসলিম সমাজের জন্য আদৌ কাম্য নয়।
২৫ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ১২:১৭
318317
আমি আল বদর বলছি লিখেছেন : বড্ড অফসোস হয় ওদের জন্য আজ ইসলামি শিক্ষা না থাকার কারণে মুসলিমদের এই অবস্তা

ইনশাল্লাহ আমি ইসলামের বিধান মোতাবেক বিয়ে করবো। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File