জনপ্রিয় ব্লগ টুডে মৃত্যুর অপেক্ষা।
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২৬ নভেম্বর, ২০২০, ০৬:২২:৩৬ সন্ধ্যা
সোনার বাংলা ব্লগটি বন্ধ হওয়ার পর থেকে ডানপন্থী ব্লগারদের জনপ্রিয় ব্লগ বিডি টুডে ব্লগ। লীগ সরকারের বারবার ব্লগটি বন্ধ করে দিয়ে কথা বলার স্বাধীনতা কেঁরে নিয়েছে অনেক বার।
বর্তমানে জনপ্রিয় ব্লগে দেশ থেকে যারা ব্লগে প্রবেশ করতে চায় তারা ভিপিএন ছাড়া ব্লগে প্রবেশ করতে পারে না। এডমনি মহাদয়দের গাফলতির কারণে আজ প্রায় মৃত্যুর পথে ব্লগটি। হাজার হাজার ব্লগার আজ বিলুপ্ত॥
আবার ব্লগ পারায় নাস্তিকদের জয়জয়কার।
নতুন নতুন ব্লগ খুলছে ওরা। আমরা চুপ হয়ে পরছি আর দেখছি নিরব দর্শক হয়ে।
জানি না মডু মামুদের চোখে এই লেখাটি পড়বে কি না তারপরও বলছি প্লিজ ।ব্লগটিকে যত্ন করুণ নতুন ব্লগারদের সুজোগ দিন।
আমাদের নিজের পাতায় ঢুকার সমস্যাটি সমাধান করুণ প্লিজ। একটু সময় নিয়ে ব্লগটিকে আবার সচল করুণ আমাদের হারানো সম্পত্তি আবার ফিরিয়ে আনুন প্লিজ।
বিষয়: বিবিধ
৭৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন