চলুন পাল্টাই....

লিখেছেন লিখেছেন নীলাভ্র নিরব ২০ জুন, ২০১৬, ০৩:৫১:২৫ রাত



এই যে, হ্যাঁ আপনাকে ই বলছি........

রাস্তায় যে বৃদ্ধ লোকটির অসহায় অবস্থা দেখে খুব হাসাহাসি করছেন, তিনি কিন্তু একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন.।

যে মেয়েটাকে রাস্তায় দেখে মোটা বললেন হয়তো সেই মেয়েটাই দুদিন ধরে না খাওয়া।

যে বন্ধুটাকে তার চুপচাপ স্বভাবের জন্য অযথা ই "হাফ লেডিস" বলতেন সে কিছুক্ষণ আগে আপনার কথাটির জন্য আত্মহত্যা করেছে।

যে মেয়েটার পোশাক দেখেই তাকে 'বাজে মেয়ে ' বলে ফেললেন। অথচ জীবনে কোনো খারাপ কাজ করেনি.।

একজন পুরুষ মানুষকে হাউ-মাউ করে কাদতে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? কিছুক্ষণ আগেই হয়তো তার মা মারা গেছেন।

পাঁচটা টাকার বেশি চাওয়ার জন্য রিক্সাওয়ালাকে অকথ্য গালাগাল করলেন।অথচ তিনি তার বুয়েট পড়ুয়া ছেলে সেমিষ্টার ফি জমা দেয়ার জন্য দুপুর গড়িয়ে বিকেল হলেও কিছুই খান নি।

বাচ্চা ছেলেটাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন।অথচ আপনার দুইটা টাকা পেলে হয়তো ছেলেটির পরিবার রাতে কিছু খেতে পারতো।

এরকম অসংখ্য উদাহরণ দেয়া সম্ভব।যা আমাদের আশেপাশে ই অহরহ ঘটছে.....

কেন আমরা কি একটু বদলাতে পারি না??

আমাদের দৃষ্টিভঙি কি সবসময় এমন ই থাকবে??

কবে মানুষ হবো??

চলুন নিজেকে পাল্টাই, নিজের দৃষ্টিভঙি পাল্টাই...

মানুষ হওয়ার চেষ্টা করি......................

বিষয়: বিবিধ

৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File