স্বপ্ন

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০৮ জুন, ২০১৬, ১০:৩৭:৫৩ সকাল

দুজন পাশাপাশি শুয়ে আছি। সে মুমাচ্ছে; আর আমি তাকে দেখছি। একজন ঘুমন্ত মানুষকে এতো সুন্দর লাগতে পারে আগে জানা ছিলো না। ভাবতাম, তার চোখ দুটোই সবচেয়ে সুন্দর- তাই তাকে সুন্দর লাগে। আজ তার চোখ দুটো বন্ধ। এলোমেলো কিছু চুল মুখের উপর এসেছে। প্রতিমারূপ সৌন্দর্যের চাদরে মোড়ানো সেই তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। না; তার ঘুম ভাঙ্গা উচিৎ হবে না। সে হয়তো স্বপ্ন দেখছে; যে স্বপ্নে সে নায়িকা, আমি নায়ক। দুজন ঘুরতে গিয়েছি বান্দরবানের মেঘলায়। সে আমার হাত ধরা। হঠাৎ বললো, "দেখো তো আমার জ্বর আসছে নাকি?"

তবে তার চোখে মুখে স্নিগ্ধতা খেলা করছে। বুঝতে পারছি জ্বর নয়, মুখে আমার স্পর্শ প্রত্যাশা করছে। প্রায় বিভিন্ন পন্থা বের করে এভাবে। আমাকে বোকা বানিয়ে পরে আবার হেসে ফেলে। আমি জ্বর আসছে কিনা দেখলাম না। একটু স্পর্শ নয়, আমার কাছে টেনে নিতে ইচ্ছে করছে। পাবলিক প্যালেস। সেলফি তোলাকে মাধ্যম করা যেতে পারে। মুঠোফোনে ক্যামরা অন করে তাকে বুকের কাছে টেনে নিতেই উষ্ণতায় ঘুম ভেঙ্গে গেলো আমার! আর হলো না সেলফি তোলা, স্বপ্ন দেখা। বিছানায় কেউ নেই, আমি একা।

বিষয়: সাহিত্য

৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File