ছোট্ট বাবার আদেশ

লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ১২ মার্চ, ২০১৬, ০৭:০৬:০০ সন্ধ্যা

আসসালামু আলাইকুম Love Struck

সকাল ৭টা বেজে এদিক সেদিক ,

এসরাকের নামাজ পড়ছিলাম ,

তখনি ভাই এর ফোন এলো ,

সালাম ফিরয়ে ফোন ধরলাম

"কিরে রেডি হয়েছিস ??

৭:৩০ এ কিন্তুূ সেখানে থাকতে হবে,

৮টায় গাড়ি ছেড়ে যাবে "

: আচছা , তুমি আসো বাসায় ,

বলে ফোন রেখে বাবাটা কে ডেকে তুললাম

কিছু খাইয়ে নিতে হবে ,

ছেলেটা বাইরে খুব একটা খেতে চায় না ।

৫বছর আগে ভাইদের ১২ জন বন্দু মিলে

একটি সমিতি করেছিল ,

তখন থেকে প্রতিবছর একটি নিরধারিত

তারিখে , সমিতির তরফ থেকে কিছু একটা আয়োজন

করা হয় , এই বার ঠিক হলো "সাফারি পার্ক " যাবে।

আমার বরাবর ই ঘোরাফিরায় এলার্জি

কিন্তু এইবার ভাই দেশে থাকায় কোন আপত্তি ই

কাজে এলো না ,তাছাড়া আমার উনি ও খুব চাইছিলেন।

আমি যেন একটু কেমন ,

এমন ও না

ওমোন ও না

লম্বা জার্নি গুলতে , বমি যেন করতে ই হবে

নিজের কাছে খুব ই বিরক্তি লাগে At Wits' End

ভাই বলল , প্রায় ৬০ জনের যে দলটি

ভ্রমনে যাবে , তার মাঝে বমি পার্টির মেম্বার

নেহায়েত কম নয় । Tongue

আমি মিনমিন করে বলেছিলাম ,

মেজু ভাই , আমাদের জন্্য সি এন জি

নিলে হয় না ??

ভাই হেসে বললেন , আরে আমরা তো ভেবেছিলাম

বাস নিব , কিন্তু তোদের কথা ভেবে ই তো ৬টা হাইস নিলাম

কত্ত গুলো টাকা বেশি গেলো ।

মনে মনে ভাবলাম

ভাইকে এই বার বিয়েটা না করালে ই নয়

তাতে যদি আমার ছুটি মিলে । ;Winking

সেই ৭:৪০ এ এসে দাড়িয়ে আছি , এখন ৮টা বেজে ৫০

কারো দেখা নাই ,তারাতারি করতে গিয়ে বাবাটাকে

ঠিকমত খাওয়াতে ও পারলাম না , আর একটু পরে

আসলে তো চাসতের নামাজ টা ই পরে আসতে পারতাম

এই নামাজ মিস এর জন্্য

কোথাও যেতে ইচছা করে না ,

আমাদের দেশে মেয়েরা বাইরে বেরোলে

না নামাজ পড়তে পরে আর না ঠিক মত পানি খেতে পরে Broken Heart

৯টার দিকে এক এক করে সবাই আসতে শুরু করলো

সাজুগুজুর বাহার ই বলে দেয় দেরির কারন Rolling on the Floor

আর আমার ভাই , মুখে যা বলবে তাই হতে হবে

একেবারে টাইম টু টাইম যেন একটা রোবট ।

আমাদের গাড়িতে আমরা বাদে আরো চারজন

তার মাঝে তিনজন মেয়ে আর ছোট একটা ছেলে

তার মাঝে একজন আমার সহপাঠি আবার ভাইয়ের

বন্ধুর বিবি , তাই গল্প জমে উঠেছিল

পলিথিনের জন্্য ড্রাইভারের সিট পকেটে হাত

ঢুকিয়ে দেখি ৯টা সেন্টার ফ্রেস :D/

বাচচারা চিবাতে চাইলে ,সবাই কে ই একটা করে দিলাম

ড্রাইভার কে কথাটা জানাতে গিয়ে শুনি ,

কেউ একজন রেখে গেছে ,

তাই আললাহ কে বললাম , সেই কোন একজন কে

যেন আললাহ এর পুণ্্য টা দিয়ে দেন । Love Struck

এর মাঝে কেউ আচার নিয়ে এল ,

কেউ তেতুল আবার কেউ বমি রোধক টেবলেট ,

আর আমি মনে মনে হেসে বলি ,

যত কিছু ই হোক ,কোন লাভ নাই , Crying

৯:২০

যাত্রা শুরু হলো

গাড়ির দরজা বন্ধ কারার পরপর ই

পেটের ভিতর ঘোরপাক শুরু হল

চুপ মেরে থাকলাম ,

কারো কানে হেড ফোন Music

কারো হাতে ব ই কেউ পত্রিকায় চোখ বুলাচছে

কেউ বাইরের দিকে তাকিয়ে

আর আমার ওনি তার প্রমিকার দিকে তাকিয়ে আছেন

ইয়ে মানে ফেইস বুক দেখছেন Tongue Cool

এমন সময় ড্রাইভার গান প্লে করল

গান শুনলে বরাবর ই আমার মাথা ঝিম ধরে

তবে বন্ধ করার কথা বলতে সাহস পাচছিলাম না

পাছে কি হতে কি হয় ,

চোখ বন্ধ করে ছিলাম

মিনিট খানেক পরে ,

STOP

অাওয়াজ শুনে চোখ খুললাম

ড্রাইভার প্রথমে কিছু বুঝে উঠছিল না

ভাই বললেন , কেন কি হয়েছে মামা ??

আমার বাবাটা আবার বলল ,

বন্ধ করো গান Frustrated

গান বন্ধ হয়ে গেল , কেউ কোন আপত্তি তুলল না

মনে পরে গেল ,বাবাটা যখন এক দের বছরের ছিল ,

রাতে ঘোমাতে ই চাইতো না , একদিন পায়ের উপর

বালিসে শুয়ায়ে দোল দিচছিলাম আর একটু জোড়ে

জোড়ে পত্রিকা পড়ছিলাম ,

হঠাৎ খেয়াল করলাম ,বাবাটা ঘোমিয়ে পড়েছে

তারপরের কয়েটা দিন বিষয়টার গবেষনা সফল হলো

তখন ভাবলাম ,পড়বো ই যখন , তবে ভালো কিছু কেন নয়?

হাতে তুলে নিলাম বোখারী শরিফের বাংলা অনুবাদ

এর মাঝে একটি হাদিস ছিল , যদি কেউ গান বাজনা শুনে

তবে তার কানে গলিত শিশা ঢেলে দেয়া হবে ।

আমি মাঝে মাঝে খেয়াল করি বাইরে কোথাও

উচচ স্বরে গান বাজলে ,

বাবাটা কানে আন্গুল দিয়ে রাখে Not Listening

আর আমার উনি যদি টিভিতে গান শুনতে চায়

তবে বাবাটা বলে উঠে , তুমি কি জাহান্নামে যেতে চাও ??

আর আজকের ঘটনা হয়তো তার ই ফলাফল ..

মনটা ভালো লাগায় ভরে গেল

আললাহ বড় ই মেহেরবান

জানালা দিয়ে বাইরে তাকিয়ে

উল্টা দিকে ছুটে চলা মাঠ ঘাট

বড় ই সুন্দর লাগছিল Good Luck

বিষয়: বিবিধ

১৫৭৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362264
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : লেখাটা তো ভালই লাগছে, কিন্তু কমেন্ট করতে ভালো লাগছেনা। শরীর চদর বদর করতেছে!
১২ মার্চ ২০১৬ রাত ১০:০০
300202
বিবর্ন সন্ধা লিখেছেন : চদর বদর !!!
তাইলে তো বেশি ভালো না
শরীরের খুজ খবর
বন্ধ করে বগর বগর
ঢুকে যান লেপের ভেতর :p
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:০২
300244
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই গরমে মরার বুদ্ধি আর কি!
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৪২
300303
বিবর্ন সন্ধা লিখেছেন : ওমা
আপনি ই তো বললেন
আপনার শরীরের নাট - বল্টু নড়বড়ে Tongue Tongue
তাই আমি ভাবলাম হয়তো শীতে কুকড়ে যাচছেন Rolling on the Floor Rolling on the Floor

ভাল উপদেশ দেই তো ,
জুইত লাগে না Crying
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৫০
300306
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেমনডা লাগে!!!! জুইত লাগার মত উপদেশ দিলে জুত লাইগদন কিল্লাই!
362281
১২ মার্চ ২০১৬ রাত ১০:০০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৫:০৩
300258
বিবর্ন সন্ধা লিখেছেন : যাঝাক আললাহ খাইরান Good Luck
362287
১২ মার্চ ২০১৬ রাত ১১:৩০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : লেখাটা তো ভালই লাগছে, কিন্তু কমেন্ট করতে ভালো লাগছেনা। শরীর চুদুর বুদুর করতেছে! Big Grin Big Grin Happy) Happy) Happy)
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৭
300262
বিবর্ন সন্ধা লিখেছেন : গাজী ভাইয়েরটা ছিল , চদর বদর Tongue
আর আপনি দেখি চুদুর বুদুর Rolling on the Floor Rolling on the Floor
আপনার শরীরের অবস্থা বুঝি বেশি খারাপ ??Crying Crying
তাইলে আপনি ছয় বেলা খালি পেটে
এক চামচ করে হারপিক খেয়ে নিয়েন =Happy =Happy

নিয়ম করে খেয়ে নিবেন কিন্তু ~:> 3:-O Rolling on the Floor Rolling on the Floor Good Luck
362296
১৩ মার্চ ২০১৬ রাত ০২:৫২
সন্ধাতারা লিখেছেন : Salam. Beautiful story. Jajakallahu khair apu.
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৪৬
300304
বিবর্ন সন্ধা লিখেছেন : وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُ

Love u আপুনিটা Love Struck Love Struck
362331
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো এবং সুন্দর অনুভূতি। সাধারণত লেখকেরা মাকে নিয়ে বেশি লেখে। আপনি ব্যতিক্রমী লিখেছেন ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৩৫
300302
বিবর্ন সন্ধা লিখেছেন : وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه

বাবা কে হারি্যেছি অনেক আগে ই
মা ও চলে গেলেন কিছু দিন আগে

উনাদের অভাব আমার কাছে অপুরনীয়
লিখায় সেই অনুভুতি ফুটিয়ে তুলা আমাকে দিয়ে
হবে না Broken Heart
369631
২০ মে ২০১৬ রাত ০৪:৫২
awlad লিখেছেন : AssalamuAlaikum kub valo laglo, please continued, I love real life base story and poim. Thanks
২০ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
306774
বিবর্ন সন্ধা লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ,

আমার বাড়িতে আপনার প্রথম আগমন,
কি খেতে দেই,
কোথায় বসতে দেই বলেন তো???:Thinking
ব্লগ তো ইদানিং বিমাতা সুলভ আচরন করতেছে,
কাউকে যে আপ্পায়ন করে,
একটু মেহমান দারির সুন্নত আদায় করবো,
সেটা যেন ব্লগ এর সহ্য ই হচ্ছে না।Crying

জাঝাক আল্লাহ খাইরান,Good Luck

আবার দেখা হলে কিন্তু আমাকে দাওয়াত খাওয়াতে হবে, তাইলে ঐ কথা ই রইলো, পাক্কা Winking)
369683
২১ মে ২০১৬ রাত ১২:১২
awlad লিখেছেন : AssalamuAlaikum aponar Kota gulo kub valo laglo, in sha allah obshoi ei duniy na hole o porokale to hobei Karon amra sobai jannat chai allahr kase . tokon nahoy jannati mehman Dari Kora jabe.
376540
২১ আগস্ট ২০১৬ রাত ০১:৩৪
আসমানি লিখেছেন : অসাধারণ লিখার জন্য ধন্যবাদ।

আপনার প্রোফাইল এ এটা আপনার ছোট্ট বাবার ফটো?
০৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:২৪
314805
বিবর্ন সন্ধা লিখেছেন : হুম্ম, এটাই আমার ছোট্ট বাবা Love Struck

সরি,
ছিলাম না অনেক দিন ব্লগ এ, তাই রিপ্লে দিতে পারিনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File