''হিজাব''-এর আড়ালে কি লতা! দেখালি।

লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ২১ জানুয়ারি, ২০১৬, ১০:১০:৪৭ রাত

নামটা খুবই সুন্দর, লুৎফুন নাহার লতা।

আপনার জন্মের পূর্বে থেকে নিশ্চয় মা-বাবা এই নামটি পছন্দ করে রাখেন নি?

এই নাম রাখা নিয়েও অনেক পরামর্শ হয়নি?

নিশ্চয় নাম রাখা নিয়ে আপনার দাদা-দাদীর অসিয়ত বা আবদার ছিল না?

আপনার এই নাম নিয়ে বাপ-দাদারা মসজিদের বড় হুযুরের কাছে নামের অর্থ আর তাৎপর্য মিলিয়ে নিতে অথবা নামটি আরাবিক কিনা তা জানতে যান নি?

আপনার বাপ-দাদারা নিশ্চিত মসজিদের হুযুরকে ডেকে এনে আকিকাহ করান নি আপনার নামের?

নিশ্চিত আপনার নামের বদৌলতে কিছু মানুষকে খাইয়েছেন আপনার বাবা আপনার ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন নি ?

আপনার জন্মের সাথে সাথে আপনার বাবা অথবা মসজিদের হুযুর যে আপনার কানে কানে আযান দেন নি এটাও সত্য?

মসজিদের বড় হুযুর আপনার নাম নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করেছিলেন পরিবারের সবাইরে নিয়ে, সেটাও নিশ্চয়ই মিথ্যা ?

ছোট বেলায় আপনার দাদি আর মুরুব্বিরা নিশ্চয়ই আপনার মাথায় ঘোমটা বা হিযাব করার মত কিছু শিখান নি?

আপনার জন্মের পরেই আপনার মা-বাবা, দাদা-দাদী নিশ্চয়ই ভবিষ্যতে আপনে যেনও একটা অমুসলিমকে বিয়ে করেন সেতাই চেয়েছিলেন?

আপনার বাবা-মা নিশ্চয়ই আপনার সন্তানের নাম হিন্দু নামের আশীর্বাদ করেছেন?

উপরোক্ত প্রশ্নগুলার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে, আপনি রাইট।

আর যদি এগুলাকে আপনি মিথ্যা প্রমান করতে না পারেন তাহলে?

আপনি কোন মুখে হিজাব নিয়ে কথা বলেন, যে মুখে আপনার দাদা-দাদী, মা-বাবা খাবার তুলে দিয়েছেন বিসমিল্লাহ্‌ বলে ?

আপনি কোন মুখে হিযাব নিয়ে কথা বলেন, যে মাথায় দাদী পরিয়েছিল হিযাব?

কোন মুখে হিযাব নিয়ে কথা বলেন , যে জন্মের পরে কানে কানে আজান দেয়া হয়েছিল?

এগুলা নিয়ে কথা বলতে চাইলে আগেই স্ব-ঘোষিত মুরতাদ হয়ে যান প্লিজ। তার পরে বলেন।

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357411
২১ জানুয়ারি ২০১৬ রাত ১১:১২
তট রেখা লিখেছেন : সে নিজে চেয়েছে, বাংলাদেশে যেন তার লাশ না আসে, তার মত কুলাঙ্গারের লাশ এদেশে না আসাই উচিৎ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File