Video রেকর্ড করুন Windows Laptop এ।

লিখেছেন লিখেছেন মাথা নষ্ট ০৯ জানুয়ারি, ২০১৬, ০৯:২২:১৯ রাত

ভাবছেন ওমুক সফটওয়ার, তমুক সফটওয়ার এমন করে কত সফটওয়ার আপনি নামিয়েছেন আপনার কম্পিউটারে শুধু মাত্র ভিডিও রেকর্ড করবেন বলেই!

পরিনামে হয়েছে কম্পিউটার স্লো আর ভাইরাসের রসোদগার।

আসুন আজকে আপনাদেরকে মানে যারা Windows কম্পিউটার ব্যবহার করেন তাঁদেরকে একটা ছোট ত্রিক্স জানিয়ে দিই। এর পরে আশা করি আপনাদের আর কোন সফটওয়ার বা থার্ড পার্টির দয়া লাগবে না স্ক্রিনের ভিডিও রেকর্ড করতে।

এটার কাজ হল অনেকটাই Apple এর Quicktime এর মত। Quicktime দিয়ে Apple ম্যাক দিয়ে ভিডিও রেকর্ড করা যায়।

Windows 10 ব্যবহারকারীদের জন্য একটা নতুন ফিচার অ্যাড করেছেন যারা Game এর পাগল তাঁদের জন্য। "Game bar"



অর্থাৎ গেম চলাকালীন সময়ের চলমান চিত্র ধরে রাখার জন্য এই ফিচারটি। কিন্তু আপনি আর আমি যারা গেম ছাড়াও অন্য কাজে এটার কার্যকারিতা চাই তারা কি আর দমে যাবেন? মোটেই না।

ধরেন আপনি Sky Sports এর আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর পুরা খেলা রেকর্ড করতে চান আপনার কম্পিউটার এ।

আপনার কম্পিউটারের কীবোর্ড এর Windows Key আর G একসাথে চেপে ধরুন।



ছবির মত ছোট একটা পপ আপ আসবে।

টিক মেরে Yes করে দিন।

এবার রেকর্ড শুরু করার জন্য লাল বিত্ত একটা ক্লিক করুন। দেখবেন স্ক্রিনের উপরে ডান পাশে টাইম দেখাচ্ছে আপনার ভিডিও যে রেকর্ড হচ্ছে দেখাচ্ছে।

শেষ হলে লাল রেকর্ডিং এর বিত্ত আবার ক্লিক করেন।

বাহ! আপনি কোন সফটওয়ার ছাড়া ভিডিও রেকর্ড করে ফেললেন। সাবাস।

শুধু ভিডিও না! চাইলে আপনে স্ক্রিন শট ও নিতে পারেন। লাল বিত্তের পাশে ছবির ক্যামেরার মত একটা সাইন দেখবেন। ওইটাই ছবি তোলার অপশন।

এবার আসুন কোথাই সেভ হচ্ছে আপনার রেকর্ড করা ভিডিও ?

আপনি আপনার কম্পিউটারের This Pc তারপরে Video তে ক্লিক করুন, তারপরে Capture এ পাবেন সব ভিডিও।

ব্যাস হয়ে গেলো ভিডিও রেকর্ড।

আশা করি ভালো লেগেছে।

আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য দিন অন্য টপিক নিয়ে।

আল্লাহ্‌ হাফেজ।

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File