সনাতনসংবাদ

লিখেছেন লিখেছেন সনাতনসংবাদ ০২ নভেম্বর, ২০১৫, ০৯:৪৮:৩৭ সকাল

সনাতনসংবাদঃ-

সনাতন ধর্মের বিভিন্ন দলমত ও সম্প্রদায়ের সৃষ্টির মুলে রয়েছে বহু ঈশ্বরবাদ । পৌরাণিক দৃষ্টিতে সনাতন ধর্মের বহু দেব-দেবীর উপাসনা প্রচলিত আছে । তাই বহুরূপে বহুনামে ঈশ্বরকে আরাধনা উপাসনা করা হয় । প্রত্যেকটি পুরাণে কোন বিশেষ দেব-দেবীকে শ্রেষ্ট করে বোঝানো হয়েছে । পুরাণগুলিতে একটির সাথে আরেকটির যথেষ্ট মিল না থাকায় যারা কালীর উপাসক তারা কালীকে শ্রেষ্ট এবং যারা শিবের উপাসক তারা শিবকে শ্রেষ্ট বলে অভিহিত করেন । এমনকি যে সম্প্রদায় যে গ্রন্থকে মানে এবং যে যার অনুসারী তারা মনে করে তারাই শ্রেষ্ট । তারা অন্য কোন সম্প্রদায়কে নিম্নভাবে মনে করে । তাই দেখা গেছে সনাতন ধর্মের একমাত্র মূল সঠিক ও পবিত্র গ্রন্থ যা সকল গ্রন্থের সার শ্রীমদ্ভগদ্গীতা এবংকি সকল দলমত সম্প্রদায় এই গীতাকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করে । তাই সকল দলমত ও সম্প্রদায়কে এক এবং একতাবদ্ধ করার একমাত্র গ্রন্থ এই গীতা । তাই অন্যসকল গ্রন্থাকে কম গুরুত্ব দিয়ে একমাত্র ভগবানের মুখনিঃসৃতবাণী এই গীতায় কি দেওয়া আছে এবং তা কিভাবে পালন করি এরই যৌক্তিকতা নিয়ে লেখা "সত্যসনাতনের প্রকাশ" আমার এই গ্রন্থখানি ।

প্রচারেঃ-

চুচুলীবটতলী সত্যসনাতন আধ্যাত্মিক পরিষদ । আটোয়ারী,পঞ্চগড় ।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File